দীর্ঘদিন রোগভোগের পর, ৮৮ বছর বয়সে প্রয়াত পোপ ফ্রান্সিস। ২১ এপ্রিল সোমবার ভ্যাটিকান ঘোষণা করে পোপের মৃত্যু সংবাদ।
2
8
৭ মে থেকে শুরু হয় রুদ্ধদ্বার পোপ নির্বাচন প্রক্রিয়া। তার আগেই সময়ে কার্ডিনালরা রোমের নানা রেস্তঁরা-সহ নানা জায়গায় ঘুরে নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়ার সুযোগ পেয়েছেন, পোপ ফ্রান্সিসের উত্তরসূরি কে হবেন তা নিয়ে।
3
8
নজর ছিল, কালো ধোঁয়া কখন পরিণত হবে সাদা ধোঁয়ায়। যার অর্থই হল, নতুন পোপ নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাতে সিস্টিন চ্যাপেলের ছাদ থেকে সাদা ধোঁয়া ওঠে।
4
8
পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সিলমোহর পড়ে কার্ডিনাল রবার্ট প্রেভোস্টের নামের পাশে।
5
8
আমেরিকার কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট। তাঁর নতুন নাম হল পোপ লিও চতুর্দশ। বয়স ৬৯।
6
8
শিকাগোর বাসিন্দা রবার্ট প্রেভোস্ট কার্ডিনাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন একবছর আগেই।
7
8
তিনি প্রথম আমেরিকার নাগরিক, পোপ হিসেবে নির্বাচিত হলেন।