ব্লুটুথ হেডফোন ও ওয়্যারলেস ইয়ারফোন দীর্ঘসময় কানে রাখলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে কিনা, তা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছে। সাম্প্রতিক গবেষণা ও স্বাস্থ্য সংস্থার মতামত জানাচ্ছে ভিন্ন চিত্র।
2
8
ব্লুটুথ বিকিরণ: ব্লুটুথ ডিভাইস থেকে নির্গত রেডিও ফ্রিকোয়েন্সি বিকিরণ (RFR) মোবাইল ফোনের তুলনায় ১০–৪০০ গুণ কম।
3
8
রেডিয়েশনের ধরন: ব্লুটুথ নন-আয়নাইজিং রেডিয়েশন নির্গত করে, যা সরাসরি ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে না।
4
8
বৈজ্ঞানিক মত: যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যানসার ইনস্টিটিউট জানায়—এই বিকিরণ এত দুর্বল যে ক্যানসারের ঝুঁকি নেই।
5
8
গবেষণার ফলাফল: ২০১৯ সালের এক গবেষণায় ব্লুটুথ বিকিরণ এক্স-রে–এর তুলনায় লক্ষ লক্ষ গুণ দুর্বল বলে প্রমাণিত হয়েছে।
6
8
স্বাস্থ্য সংস্থার অবস্থান: CDC, FDA ও FCC বলছে—কোনও প্রমাণ নেই যে ব্লুটুথ ডিভাইস ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
7
8
IARC-এর সতর্কতা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার গবেষণা সংস্থা RFR–কে ‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী’ হিসেবে তালিকাভুক্ত রেখেছে।
8
8
সতর্কতার কারণ: শিশুদের খুলি পাতলা হওয়ায় তারা তুলনামূলক বেশি বিকিরণ শোষণ করতে পারে—দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গবেষণা চলছে।