অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের হিংস্রতা আর ব্যক্তিত্বের লুক এখনও দর্শকের মাথায় ঘুরে বেড়ায়। সেই জায়গাতেই রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ লুক এক নতুন উত্তেজনা তৈরি করেছে। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ লুক দেখে নেটপাড়ায় উঠল তুলনা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে।
2
6
‘ধুরন্ধর’-এর ট্রেলার রিলিজের পর থেকেই রণবীরের ফিয়ার্স, রাগেড, ইন্টেন্স অবতার নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। বহুজনই বলছেন, ‘অ্যানিম্যাল’-এ রণবীর কাপুরের লুকের সঙ্গে মিল পাচ্ছেন।
3
6
হাই-অকটেন অ্যাকশন আর রক্তমাখা ফ্রেমে ভরা ‘ধুরন্ধর’-এর ট্রেলার যেন মনে করিয়ে দিচ্ছে ‘অ্যানিম্যাল’-এর স্মৃতি। ‘অ্যানিম্যাল’-এ রণবীর কাপুরের গ্রিটি লুক যেন আয়নার মতো প্রতিফলিত হয়েছে রণবীর সিংয়ের রক্তমাখা ইনটেনসিটিতে।
4
6
রণবীর কাপুরের রাফ অ্যান্ড টাফ, ঘন দাড়ি, পেটানো চেহারার অবতার ‘অ্যানিম্যাল’-এ যেমন ছিল, অনেকের মতে ‘ধুরন্ধর’-এ রণবীর সিংয়ের লুকও যেন সেটিরই হবহু নকল।যদিও লুকের মিল নিয়ে আলোচনা চললেও, দুই ছবির গল্প একেবারেই আলাদা।
5
6
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ভারতীয় ইন্টেলিজেন্স অফিসারদের বাস্তব জীবনের অপারেশন থেকে অনুপ্রাণিত। ছবি মুক্তি পাচ্ছে ৫ ডিসেম্বর।
6
6
অন্যদিকে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছিল এক ধনী শিল্পপতি এবং তাঁর ছেলের উত্তাল সম্পর্কের গল্প।