দক্ষিণী সুপারস্টার প্রভাস তাঁর ৪৬তম জন্মদিনে অনুরাগীদের এক বিশাল উপহার দিলেন। নিজের পরবর্তী ছবি 'ফৌজি'-এর প্রথম লুক প্রকাশ করে তিনি যেন দর্শকদের উন্মাদনার নতুন মাত্রা যোগ করলেন। সোশ্যাল মিডিয়ায় এই ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়, যা থেকে স্পষ্ট যে ভক্তরা প্রভাসের এই নতুন অবতার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
2
6
পোস্টারে প্রভাসকে একদম শক্তিশালী রূপে দেখা গিয়েছে। তাঁর লুক অত্যন্ত আকর্ষণীয়, যা ছবির চরিত্র ও প্রেক্ষাপট সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দেয়। সবচেয়ে নজরকাড়া বিষয় হল, ছবির পোস্টারে জ্বলন্ত ব্রিটিশ পতাকা দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দেয় 'ফৌজি' ছবিটি স্বাধীনতা-পূর্ব সময়ের প্রেক্ষাপটে নির্মিত হতে চলেছে।
3
6
অনুমান করা হচ্ছে, এই ছবিতে আত্মত্যাগ, ব্রিটিশ শাসন বিরোধী প্রতিরোধ এবং দেশের জন্য লড়াইয়ের এক বীরত্বপূর্ণ কাহিনি তুলে ধরা হবে। প্রভাস অভিনীত এই ছবিটি পরিচালনা করছেন প্রতিশ্রুতিশীল পরিচালক হানু রাঘবাপুদি। এর আগে তাঁর কাজ দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে, তাই 'ফৌজি' নিয়েও প্রত্যাশা তুঙ্গে।
4
6
ছবিতে প্রভাসের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কিংবদন্তি অভিনেতা অনুপম খের, মিঠুন চক্রবর্তী এবং জয়া প্রদার মতো তারকাদের। এই শক্তিশালী কাস্টিং নিঃসন্দেহে ছবিটির আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। প্রভাসের অনুরাগীরাও জন্মদিনে এই লুক পেয়ে উচ্ছ্বসিত। মন্তব্য এবং শেয়ারের বন্যায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। নেটিজেনরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবির টিজার বা ট্রেলার প্রকাশের জন্য। 'ফৌজি' যে প্রভাসের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে, তা প্রথম লুক থেকেই পরিষ্কার।
5
6
এছাড়াও, প্রভাসের হাতে রয়েছে আরও বেশ কয়েকটি বড় প্রজেক্ট। এর মধ্যে উল্লেখযোগ্য হল 'দ্য রাজা সাহেব', যা ২০২৬ সালের ৯ জানুয়ারি মুক্তি পাবে। এই ছবিতে মালাবিকা মোহনন, নিধি আগরওয়াল এবং সঞ্জয় দত্তের মতো তারকারা অভিনয় করছেন। তবে আপাতত, 'ফৌজি'-এর ফার্স্ট লুকই সব আলোচনার কেন্দ্রে।
6
6
ছবিটি কবে মুক্তি পাবে, সেই ঘোষণার অপেক্ষায় এখন গোটা দেশ। প্রভাস তাঁর অভিনয়ের মাধ্যমে দেশকে ভালবেসে দেশের জন্য আত্মত্যাগের এক নতুন কাহিনি নিয়ে আসছেন, যা নিঃসন্দেহে দর্শকের মন ছুঁয়ে যাবে।