আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫) থেকেই মহার্ঘ ট্রেনের টিকিটের দাম। দূরপাল্লার ট্রেন ভ্রমণ আরও ব্যয়বহুল হল। রেল মন্ত্রক জানিয়েছে, "যাত্রীদের জন্য সাধ্যের মধ্যে খরচ ধরে রাখা এবং উন্নত রেল পরিষেবার কার্যকারিতা বজায় রাখার উদ্দেশ্যেই" ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে।
2
9
সংশোধিত ভাড়ার কাঠামো অনুযায়ী, শহরতলির পরিষেবা এবং সিজন টিকিটের ভাড়ায় কোনও পরিবর্তন করা হয়নি, যার মধ্যে শহরতলি এবং শহরতলির বাইরের উভয় রুটের টিকিটই অন্তর্ভুক্ত।
3
9
সংশোধিত ভাড়া শুধুমাত্র ২৬শে ডিসেম্বর বা তার পরে বুক করা টিকিটের জন্য প্রযোজ্য হবে। এই তারিখের আগে বুক করা টিকিটের জন্য কোনও অতিরিক্ত চার্জ লাগবে না, এমনকী যদি যাত্রা কার্যকর তারিখের পরেও করা হয় তাহলেও ভাড়ার কোনও বদল হবে না।
4
9
ট্রেনের টিকিটে আপনাকে কত বেশি ভাড়া দিতে হবে? দ্বিতীয় শ্রেণির সাধারণ ভাড়া ২১৫ কিমি পর্যন্ত: কোনও বৃদ্ধি নেই। ২১৬-৭৫০ কিমি: ৫ টাকা বৃদ্ধি। ৭৫১-১,২৫০ কিমি: ১০ টাকা বৃদ্ধি। ১,২৫১-১,৭৫০ কিমি: ১৫ টাকা বৃদ্ধি। ১,৭৫১-২,২৫০ কিমি: ২০ টাকা বৃদ্ধি।
5
9
স্লিপার ক্লাস সাধারণ, প্রথম শ্রেণি সাধারণের ভাড়া বৃদ্ধি: প্রতি কিলোমিটারে ১ পয়সা বাড়ানো হয়েছে।
6
9
মেল এবং এক্সপ্রেস ট্রেনের বাড়া বৃদ্ধি: নন-এসি এবং এসি উভয় শ্রেণিতে প্রতি কিলোমিটারে ২ পয়সা বাড়ানো হয়েছে। এর মধ্যে স্লিপার ক্লাস, প্রথম শ্রেণি, এসি চেয়ার কার, এসি ৩-টিয়ার, এসি ২-টিয়ার এবং এসি ফার্স্ট ক্লাস অন্তর্ভুক্ত। এর অর্থ হল, নন-এসি মেল/এক্সপ্রেস কোচে ৫০০ কিলোমিটার যাত্রার জন্য যাত্রীদের প্রায় ১০ টাকা অতিরিক্ত দিতে হবে।
7
9
নতুন ভাড়া তেজস রাজধানী, রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, হামসফর, অমৃত ভারত, তেজস, মহামনা, গতিমান, অন্ত্যোদয়, গরিব রথ, জন শতাব্দী, যুবা এক্সপ্রেস এবং নমো ভারত র্যাপিড রেল-সহ প্রধান ট্রেন পরিষেবাগুলিতেও প্রযোজ্য হবে।
8
9
ট্রেন রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জে কোনও পরিবর্তন নেই: রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জ বা অন্যান্য আনুষঙ্গিক চার্জে কোনো পরিবর্তন করা হয়নি, যা বিদ্যমান নিয়ম অনুযায়ীই ধার্য করা হবে বলে রেল মন্ত্রক জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, জিএসটি-র প্রযোজ্য হার অপরিবর্তিত থাকবে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী ভাড়ার অঙ্ক আগের মতোই পূর্ণসংখ্যায় রাখা হবে।
9
9
বিবৃতিতে বলা হয়েছে, "সংশোধিত ভাড়ার কাঠামোটি একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে, যা যাত্রীদের সুবিধার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি পরিচালনগত স্থিতিশীলতাও বজায় রাখে।"