ক্রিকেটের মক্কা লর্ডসে শতরান করা মুখের কথা নয়। পরিসংখ্যান বলছে, আজ পর্যন্ত ১০ জন ভারতীয় ক্রিকেটার শতরান করেছেন লর্ডসে।
2
11
১৯৫২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ওপেন করতে নেমে শতরান করেছিলেন ভিনু মানকড়।
3
11
১৯৭৯ সালে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে লর্ডসে দ্বিতীয় ইনিংসে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। ৩৩৭ বল খেলে ১১৩ রান করেছিলেন তিনি।
4
11
লর্ডসে মোট তিনটি শতরান করেছেন দিলীপ বেঙ্গসরকার। ১৯৭৯ সালে ২৯৫ বলে ১০৩, ১৯৮২ সালে ২৬৪ বলে ১৫৭ এবং ১৯৮৬ সালে ২১৩ বলে অপরাজিত ১২৬ করেন তিনি।
5
11
১৯৯০ সালে ভারত-ইংল্যান্ড টেস্টে ১৮৪ বল খেলে ১০০ রান করেছিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী।
6
11
১৯৯০ সালে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন ১১১ বল খেলে করেছিলেন ১২১ রান।
7
11
১৯৯৬ সালে অভিষেক টেস্টে নেমেই লর্ডসে শতরান করেছিলেন সৌরভ গাঙ্গুলি। প্রথম ইনিংসে ১৩১ রান করেছিলেন তিনি।
8
11
তবে লর্ডসে শতরান করে চমকে দিয়েছিলেন অজিত আগরকার। তাবড় তাবড় ক্রিকেটারদের সঙ্গে একই তালিকায় নাম লিখিয়েছেন তিনি। বর্তমানে তিনি বোর্ডের নির্বাচক কমিটির প্রধান। ২০০২ সালে ভারত-ইংল্যান্ড টেস্টে ১৯০ বল খেলে ১০৯ রান করেছিলেন তিনি আট নম্বরে নেমে।
9
11
২০১১ সালে ভারত সিরিজ হারলেও রাহুল দ্রাবিড় লর্ডসে ২২০ বল খেলে করেছিলেন অপরাজিত ১০৩ রান।
10
11
২০১৪ সালে ধোনির নেতৃত্বে লর্ডস টেস্ট জিতেছিল ভারত। অজিঙ্ক রাহানে প্রথম ইনিংসে ১০৩ রান করেছিলেন।
11
11
কেএল রাহুল লর্ডসে দুটি শতরান করেছেন। ২০২১ সালে ১২৯ এবং ২০২৫ সালে ১০০ করেছেন তিনি।