মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা ফুটবলার ট্রিনিটি রডম্যানের এজেন্ট মাইক সেনকোস্কির দাবি, মহিলা ফুটবলারদের মধ্যে সবথেকে বেশি বেতন পাওয়া মহিলা ফুটবলার ট্রিনিটি রডম্যান।
2
8
তিন বছরের নতুন চুক্তিতে ট্রিনিটিকে দলে রেখেছে ওয়াশিংটন স্পিরিট। এই চুক্তি অনুযায়ী, বছরে ২০ লক্ষ ডলারের বেশি আয় তাঁর। ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ কোটি টাকা।
3
8
২৩ বছর বয়সী রডম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের তারকা মহিলা ফুটবলার।
4
8
২০২১ সালে ১৮ বছর বয়সে ওয়াশিংটন স্পিরিটে যোগ দেওয়ার পর প্রতিশ্রুতিমান ফুটবলারের পুরস্কার জেতেন ট্রিনিটি। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে সোনা জেতেন ট্রিনিটি।
5
8
মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এনবিএর প্রাক্তন তারকা ডেনিস রডম্যানের মেয়ে এই ট্রিনিটি। বাবার সঙ্গে তাঁর সম্পর্ক ভাল নয় বলেই জানা যায়।
6
8
বার্সেলোনার সঙ্গে ২০২৪ সালে চার বছরের চুক্তি করেছিলেন তিনবারের ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা পুরস্কার ‘বেস্ট’ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি।
7
8
শোনা গিয়েছিল সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের নাম বোনমাতি।
8
8
নতুন খবর অনুযায়ী, ট্রিনিটি রডম্যানের বেতনই সবথেকে বেশি।