সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই জন্ম তারিখের মহিলারা বাকিদের তুলনায় একটু হলেও আলাদা। বলা ভাল, 'বিশেষ' হন। আত্মবিশ্বাসে ভরপুর হন। শুধুই কি তাই? এঁরা মানসিক ভাবে দারুণ শক্তিশালী হন। ওই বাংলা প্রবাদের মতো, মচকাবে, তবু ভাঙবে না। একের পর এক চ্যালেঞ্জ, বাধা, বিপত্তি এঁরা হাসিমুখে পার করে যান। যে কাজে হাত দেন, সেটা নিপুণতার সঙ্গে শেষ করেই ক্ষান্ত হন। আর এসবের নেপথ্যে রয়েছে একটি বিশেষ গ্রহ। ছবি- এআই দ্বারা নির্মিত
2
8
'সখত লন্ডা' কথাটা খুবই জনপ্রিয় সোশাল মিডিয়ায়। এই মহিলারা সেই ভাষা ধার করে বললে 'সখত লড়কিয়া।' কারা? যাঁদের মূলাঙ্ক ৮। অর্থাৎ যাঁদের কোনও মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে জন্ম তাঁরা মানসিক ভাবে অত্যন্ত দৃঢ়, শতিশালী হন। এঁরা একাই একশ। কারও তোয়াক্কা করেন না, নিজেরাই সব দিক একা হাতে সামলাতে পারেন। কারণ, এই সংখ্যার অধিপতি হলেন শনিদেব। ফলে এই সংখ্যার জাতকদের উপর বড়দেবতার প্রভাব দারুণ ভাবে থাকে। ছবি- এআই দ্বারা নির্মিত
3
8
৮ জন্ম সংখ্যার মহিলারা যে কেবল শক্ত মানসিকতার হন বা আত্মবিশ্বাসে ভরপুর হন, সেটাই নয়। এঁরা অত্যন্ত সৎ এবং পরিশ্রমী হন। এঁদের আত্মাভিমান এবং অভিমান দুই অত্যন্ত বেশি। আত্মাভিমানে সামান্য চোট এলেও তাঁরা সেটা মেনে নিতে পারেন না। এই একটি বিষয়ে তাঁরা কোনও রকম আপোস করতে পারেন না। ছবি- এআই দ্বারা নির্মিত
4
8
এই মহিলাদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় হয়। এঁরা কিছুকেই ডরান না। মাঝপথে সকলে হাত ছেড়ে দিলেও একা লড়ে যাওয়ার দম রাখেন। হঠাৎ আসা বিপদেও মাথা ঠান্ডা রেখে কাজ করে যান। কারও কথায় সহজে প্রভাবিত হন না। ছবি- এআই দ্বারা নির্মিত
5
8
৮ জন্ম সংখ্যার মহিলাদের সোয়্যাগ আলাদাই হয়! আশেপাশের মানুষদের উপর এঁদের দারুণ প্রভাব থাকে। ৮ সংখ্যার কোনও মহিলা আপনার জীবনে থাকার অর্থ হল তিনি নিজের উন্নতির পাশাপাশি আপনাকেও মোটিভেট করবে। বলা যেতে পারে এঁরা আপনার গুড লাক হন। ছবি- এআই দ্বারা নির্মিত
6
8
তবে এই মহিলাদের ছোট থেকে অনেক পরিশ্রম করতে হয়। ৩৫ বছরের পর থেকে ভাগ্য বদলাতে শুরু করে, এবং ভাগ্য সহায় হয়। তখন এঁদের উন্নতি ঠেকানো দায় হয়। সাফল্যের শিখরে পৌঁছন। ছবি- এআই দ্বারা নির্মিত
7
8
এই মহিলারা যেমন বুদ্ধিমতী হন। তেমনই কিছু। করে দেখানোর জেদ থাকে এঁদের মধ্যে। নিজেদের সাম্রাজ্য নিজেরাই গড়ে তোলেন। ওই সেলফ মেড ওম্যান আর কী! কারও মুখাপেক্ষী হয়ে বেঁচে থাকা এঁদের ধাতে নেই। এঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ইন্টিউশন দুই অসাধারণ। ছবি- এআই দ্বারা নির্মিত
8
8
৮ জন্ম সংখ্যার মানুষদের যেমন পরিশ্রম, লড়াই করতে হয় নিজেদের প্রমাণ করার জন্য, তেমনই। একটা সময়ের পর তাঁরা সেটার ফল ভোগ করেন। এঁরা এতটাই স্বাবলম্বী হন যে সকলে এঁদের সামলে চলতে পারেন না। ইনফিয়র কমপ্লেক্সে ভুগতে থাকেন। এঁদের কখনও কোনও আর্থিক সমস্যায় পড়তে হয় না। ছবি- এআই দ্বারা নির্মিত