আজকাল ওয়েবডেস্ক: তিনি অমর হতে চান, তাই চেষ্টার কসুর করছেন না মার্কিন ধনকুবের ব্রায়ান জনসন। নিজের যৌবন ধরে রাখতে শরীরের উপর যথেচ্ছ পরীক্ষা করেন মার্কিন ধনকুবের ব্রায়ান জনসন।
2
9
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এই কোটিপতি এখনও পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা খরচ করছেন। বিগত পাঁচ বছর ধরে নিজের উপর কী কী পরীক্ষা করেছেন সেই কথা ফাঁস করেছেন তাঁরই সংস্থার কিছু প্রাক্তন কর্মী। আর তাতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক।
3
9
সেই ফাঁস হওয়া তথ্য অনুসারে নিজেরই ১৯ বছর বয়সি ছেলের শরীর থেকে প্লাজমা সংগ্রহ করে নিজের শরীরে ট্রান্সফিউশন করেছেন এই ধনকুবের। এই নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করছে নেটফ্লিক্স।
4
9
ব্রায়ান ব্রেইন ট্রি নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা। সম্প্রতি জানা গিয়েছে রাতে তাঁর পুত্রের লিঙ্গোত্থান হয় কি না, হলে কতক্ষণ স্থায়ী হয়, এই বিষয়ে একটি বিস্তারিত চার্ট তৈরি করেছেন তিনি।
5
9
সেই চার্টের সঙ্গে নিজের স্বাস্থ্যের তুলনা করে দেখেছেন ব্রায়ান। নিজেই জানিয়েছেন, পুত্রের ক্ষেত্রে ঋজুতা তাঁর থেকে দুই মিনিট বেশি স্থায়ী হয় বলে জানিয়েছেন ব্রায়ান।
6
9
এই কাজের জন্য তিনি ব্যবহার করছেন বিশেষ একটি সেন্সর। নাম- অ্যাডাম সেন্সর।
7
9
এখানেই শেষ নয়। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ১০০ ধরনের সাপ্লিমেন্ট নেন ব্রায়ান। কোনও প্রাণীজ খাবার খান না তিনি। দিনে তিনবার ভেগান খাবার খান নিয়ম করে। কোনও মতেই সরাসরি সূর্যের আলো গায়ে লাগান না। ঘুমাতে যাওয়ার সময় মুখে পরে নেন কোলাজেন মাস্ক।
8
9
নিজের পুরুষাঙ্গের ক্ষমতা ধরে রাখতে ব্রায়ান রোজ রাতে নিয়ম করে গোপনাঙ্গে শক দেন বলেও দাবি করেছেন তাঁর প্রাক্তন কর্মচারীরা।
9
9
ব্রায়ানের অবশ্য দাবি, এভাবে নিজের বয়সের গতি কমিয়ে ফেলেছেন তিনি। সাধারণ মানুষের ১২ মাস সময় নাকি তাঁর কাছে ৭ মাসের সমতুল্য। অর্থাৎ যখন অন্যদের বয়স এক বছর বাড়ে, সেই একই সময়ে তাঁর বয়স বাড়ে মাত্র সাত মাস।