দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বলিউডে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। নতুন মা হিসেবে প্রতিদিন ৮ ঘণ্টার নির্দিষ্ট শিফটে কাজ করার সিদ্ধান্তই নাকি তাঁর এই প্রজেক্ট ছাড়ার অন্যতম কারণ, এমন জোর গুঞ্জনই চলছে ইন্ডাস্ট্রি মহলে।
2
8
ঠিক তখনই সোশ্যাল মিডিয়া জুড়ে ফের ভাইরাল হয়ে ওঠে অভিষেক বচ্চনের একটি পুরনো ভিডিও, যেখানে তিনি মজা করেই অক্ষয় কুমারের কাজের সময়সূচি নিয়ে কথা বলেছিলেন। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন এবং রীতেশ দেশমুখ একসঙ্গে হাজির হয়েছিলেন দ্য কপিল শর্মা শো–তে, ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির একটি কিস্তির প্রচারে। সেখানেই উঠে আসে অক্ষয়ের সুপরিচিত ৮ ঘণ্টার ‘ডিসিপ্লিন’।
3
8
শো চলাকালীন অভিষেক বলেন, “প্যাক-আপ হলেই সবচেয়ে খুশি অক্ষয় কুমার! আট ঘণ্টার বেশি কোনওদিন কাজ করেন না। সকাল সাতটায় সেটে এসে সঙ্গে সঙ্গেই মিটার অন করে দেন।”রীতেশ দেশমুখ সঙ্গে সঙ্গে যোগ করেন- “টাইম স্টার্টস নাউ!”
4
8
অভিষেক আবারও বলেন, “আট ঘণ্টা মানে শটের মাঝেই জামা খুলে মেকআপ তুলে রেডি!প্যাক-আপ!”
5
8
এই ভিডিওই আবার সামনে আসে ঠিক তখন, যখন দীপিকা প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন বলিউডের ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে, যেখানে পুরুষ সুপারস্টারদের নির্দিষ্ট কাজের সময় নিয়ে কেউ কিছু বলে না, কিন্তু একজন মহিলা অভিনেত্রী একই দাবি তুললেই সেটা ‘অতিরিক্ত’ বা ‘প্রবল দাবি’ বলে ধরা হয়।
6
8
এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, “আমি নারী বলে যদি সেটা পুশি মনে হয়, তাহলে হোক। কিন্তু এটা তো গোপন কিছু নয়। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পুরুষ সুপারস্টার বছরের পর বছর ধরে শুধুমাত্র ৮ ঘণ্টাই কাজ করছেন। কিন্তু কোনওদিন সেটা খবরের শিরোনাম হয় না।” তিনি আরও যোগ করেন, “নাম বলব না, কারণ তা নিয়ে ঝামেলা হবে। কিন্তু সবার জানা, অনেক পুরুষ তারকাই সোমবার থেকে শুক্রবার ৮ ঘণ্টা কাজ করেন। উইকএন্ড একেবারে অফ। কেউ বাক্যও খরচ করেন না এ নিয়ে।”
7
8
সাম্প্রতিকভাবে পরিচালক এস. এস. রাজামৌলিও একই তথ্য জানান মহেশ বাবুকে নিয়ে। তাঁর ভাষায়, “মহেশ বাবু সেটে এলে ফোনও ধরেন না। আট ঘণ্টা টানা কাজ করেন। বাড়ি ফিরেই তবেই ফোন দেখেন।”
8
8
সব মিলিয়ে একাধিক ছবি থেকে দীপিকার প্রস্থান, ভাইরাল ভিডিও আর মন্তব্যের জেরে বলিউডে এখন নতুন করে প্রশ্ন-একই নিয়ম কি সবার জন্য? না কি আলাদা শর্ত শুধুই মহিলাদের মাথায় চাপানো হয়?