ভালবাসায় বিচ্ছেদ মানেই কষ্ট। তবে এই কষ্ট সবার ক্ষেত্রে একরকম নয়। কেউ খুব দ্রুত নিজেকে সামলে নেন, আবার কেউ দীর্ঘদিন ধরে পুরনো সম্পর্কের যন্ত্রণা বয়ে বেড়ান।
2
9
জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু রাশির মানুষ হৃদয় ভাঙার পর স্বাভাবিক জীবনে ফিরতে সবচেয়ে বেশি সময় নেন। আবেগ, বিশ্বাস আর ভবিষ্যৎ স্বপ্ন-সবকিছুতে একসঙ্গে আঘাত পাওয়ার কারণেই এই রাশির জাতক-জাতিকারা দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভোগেন।
3
9
তাহলে জ্যোতিষ মতে, কোন কোন রাশি বিচ্ছেদের পর বেশি কষ্ট পান জেনে নিন-
4
9
বৃষঃ বৃষ রাশির মানুষ সম্পর্কের ক্ষেত্রে ভীষণ স্থির ও নির্ভরযোগ্য। একবার ভালবাসলে তারা সেই মানুষটিকে ঘিরেই নিজের জীবন সাজান। ফলে সম্পর্ক ভেঙে গেলে শুধু প্রিয় মানুষ নয়, হারান চেনা জীবনযাপন ও মানসিক নিরাপত্তা। নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে, তাই পুরনো স্মৃতি সহজে ভুলতে পারেন না।
5
9
কর্কটঃ কর্কট রাশির মানুষ সবচেয়ে আবেগপ্রবণদের মধ্যে পড়েন। তারা সম্পর্ককে হৃদয়ের গভীরে জায়গা দেন। বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন এবং একাকিত্বে ভোগেন। পুরনো মুহূর্ত, যত্ন আর কথাবার্তা বারবার মনে পড়ে যায়। ফলে সম্পর্ক শেষ হলেও আবেগের বন্ধন বহুদিন থেকে যায়।
6
9
বৃশ্চিকঃ বৃশ্চিক রাশির মানুষ বাইরে থেকে শক্ত দেখালেও ভিতরে গভীরভাবে আঘাত পান। তারা খুব কম মানুষকে বিশ্বাস করেন। একবার বিশ্বাস ভেঙে গেলে নতুন করে কাউকে বিশ্বাস করতে ভয় পান। নিজের কষ্ট প্রকাশ না করে চুপচাপ ভেতরে ভেতরে যন্ত্রণা সহ্য করেন, তাই সুস্থ হতে সময় বেশি লাগে।
7
9
মকরঃ জ্যোতিষশাস্ত্র বলছে, মকর রাশির মানুষ সম্পর্ককে ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে দেখেন। বিচ্ছেদকে তারা ব্যক্তিগত ব্যর্থতা মনে করেন। বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভিতরে দীর্ঘদিন ধরে কষ্ট জমে থাকে। কাজের ব্যস্ততায় কষ্ট লুকোলেও মন থেকে সহজে মুছে যায় না।
8
9
মীনঃ মীন রাশির মানুষ স্বপ্নপ্রবণ ও কল্পনাপ্রিয়। তারা সম্পর্ক নিয়ে অনেক আশা তৈরি করেন। বিচ্ছেদের পর বারবার ভাবতে থাকেন, ‘যদি এমন হতো’, ‘আরেকটু চেষ্টা করলে কি সব ঠিক হতো?’ এই ভাবনাই তাদের সামনে এগোতে বাধা দেয়।
9
9
বিশেষজ্ঞদের মতে, এই রাশির মানুষদের ক্ষেত্রে হার্টব্রেক কাটিয়ে ওঠার জন্য সময়, এবং কাছের মানুষের মানসিক সাপোর্ট অত্যন্ত জরুরি। ধীরে ধীরে বাস্তব মেনে নিলেই নতুন করে জীবনের পথে এগোনো সম্ভব।