সাতপাকে বাঁধা পড়লেন গায়িকা অন্তরা মিত্র। ২৫ নভেম্বর কলকাতাতেই নিকট আত্মীয়, বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হল তাঁদের।
2
6
বিয়ের দিন লাল টুকটুকে বেনারসিতেই সেজেছিলেন অন্তরা। সঙ্গে সোনার গহনা, শোলার মুকুট এবং ছিমছাম মেকআপে সাবেকি লুকেই নজর কাড়লেন বধূ বেশে।
3
6
জানা গিয়েছে অন্তরা মিত্রের বরের নাম শৌর্য। কিছু দিন চুটিয়ে প্রেম করার পর গতকাল বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। সমস্ত বাঙালি রীতি মেনে আশীর্বাদ থেকে আইবুড়োভাত, গায়ে হলুদ, সাতপাক, সিঁদুরদান হয়েছে।
4
6
গায়ে হলুদে ট্রেন্ড মেনে হলুদ শাড়ি বা পোশাকে দেখা যায়নি গায়িকাকে। বরং তিনি এদিন গোলাপি একটি লেহেঙ্গা পরেছিলেন। আইবুড়োভাতের দিনও তাঁকে বেগুনি রঙের একটি শাড়িতে দেখা যায়।
5
6
সূত্রের খবর, 'কিশোরী' গায়িকার বেটার হাফ সঙ্গীত বা বিনোদন জগতের মানুষ নন। বরং আইটি কর্মী শৌর্য। সদ্যই তাঁদের আশীর্বাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৫ নভেম্বর বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েট হলে তাঁদের বিয়ের আসর বসেছিল। কিন্তু সেখানে টলি পাড়ার কোনও চেনা মুখ দেখে যায়নি।
6
6
জানা গিয়েছে, বিয়ের পরই মধুচন্দ্রিমায় উড়ে যাবেন অন্তরা এবং শৌর্য। ডিসেম্বরে তাঁদের রিসেপশন হবে। বর্তমানে অন্তরা মিত্রকে 'সারেগামাপা' শোতে বিচারকের আসনে দেখা যাচ্ছে।