ক্রমশ আইপিএলের প্লে-অফের লড়াই কঠিন হচ্ছে। টুর্নামেন্ট যত শেষের দিকে এগোচ্ছে তত প্রতিযোগিতা কঠিন হচ্ছে দলগুলির মধ্যে।
2
10
ইতিমধ্যেই, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। দেখে নেওয়া যাক, বাকি দলগুলির প্লে-অফে ওঠার সমীকরণ।
3
10
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: আরসিবির প্লে-অফে ওঠা প্রায় নিশ্চিত। বর্তমানে ১৬ পয়েন্টে রয়েছে কোহলির দল। বাকি তিন ম্যাচের মধ্যে একটি জিতলেই কোয়ালিফাই করে যাবে তারা।
4
10
মুম্বই ইন্ডিয়ান্স: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের বাকি ম্যাচগুলির মধ্যে অন্তত দুটি জিততেই হবে। তবে মুম্বইয়ের কাছে প্রথম দুইয়ে শেষ করার সুযোগ রয়েছে যদি তারা বাকি সবকটি ম্যাচ জিততে পারে।
5
10
গুজরাট টাইটান্স: গুজরাটের সমীকরণটা অত্যন্ত সোজা। প্লে-অফে উঠতে হলে বাকি চার ম্যাচের মধ্যে দুটো জিততেই হবে তাদের। সবকটি জিততে পারলে প্রথম দুইয়ে ওঠার সুযোগ রয়েছে।
6
10
পাঞ্জাব কিংস: ২০১৪ সালের পর প্রথমবার এত ভাল পরিস্থিতিতে রয়েছে পাঞ্জাব। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শ্রেয়স আইয়াররা। আর মাত্র তিন পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে প্লে-অফ। হাতে রয়েছে তিনটি ম্যাচ।
7
10
দিল্লি ক্যাপিটালস: সদ্য ফর্ম পড়ে গিয়েছে দিল্লির। শেষ পাঁচ ম্যাচে তিনটিতেই হার মানতে হয়েছে অক্ষর প্যাটেলদের। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১২। বাকি চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিততে হবে দিল্লিকে।
8
10
লখনউ সুপারজায়ান্টস: লখনউয়ের কাছে প্লে-অফের অঙ্ক ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। সাত নম্বরে থাকা ঋষভদের ১১ ম্যাচে পয়েন্ট ১০। বাকি তিনটি ম্যাচের তিনটিতে জিতলে প্লে-অফের দৌড়ে টিকে থাকবে দিল্লি।
9
10
কলকাতা নাইট রাইডার্স: কেকেআরের কাছে প্রত্যেক ম্যাচ নক আউট। ১১ ম্যাচ খেলে ১১ পয়েন্ট কলকাতার। প্লে-অফ নিশ্চিত করতে হলে বাকি তিন ম্যাচের তিনটিতেই জিততে হবে কলকাতাকে।
10
10
সানরাইজার্স হায়দরাবাদ: হায়দরাবাদের কাছে প্লে-অফ খুবই কঠিন। বাকি চার ম্যাচের মধ্যে সবকটি জিতলে তাদের পয়েন্ট হবে ১৪। তারপরেও তাকিয়ে থাকবে নেট রান রেট এবং অন্য দলের দিকে যা বর্তমান পরিস্থিতিতে একপ্রকার অসম্ভব বলেই মনে হচ্ছে।