শীতকালে আর একা নয়, উষ্ণতা বাড়াতে স্নানঘরে কাছে টেনে নিন সঙ্গীকে
নিজস্ব সংবাদদাতা
৫ জানুয়ারি ২০২৬ ১৩ : ৪৪
শেয়ার করুন
1
7
দৈনন্দিন ব্যস্ততায় সম্পর্কে বাড়ছে দূরত্ব। কাজের চাপে একে অপরকে না শারীরিক না মানসিক কোনও সময়েই দিতে পারছেন না দম্পতিরা। অথচ সামান্য ছোটখাটো কিছু অভ্যাস পরিবর্তন ফিরিয়ে আন্তে পারে সম্পর্কের হারানো উষ্ণতাকে। এবার থেকে বাথরুমে একা নয়, কাছে টেনে নিন সঙ্গীকে।
2
7
একসঙ্গে স্নান করলে আবেগগত ও শারীরিক ঘনিষ্ঠতা বাড়ে। ত্বক-স্পর্শের মাধ্যমে ‘অক্সিটোসিন’ হরমোন নিঃসৃত হয়, যা বিশ্বাস, নিরাপত্তা ও পারস্পরিক সংযোগকে গভীর করে।
3
7
এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে। উষ্ণ জল শরীরের কর্টিসল হরমোন কমায়, আর সঙ্গীর সঙ্গে সেই আরাম ভাগ করে নেওয়ায় দু’জনেই একসঙ্গে মানসিকভাবে শান্ত হতে পারেন।
4
7
যোগাযোগের মান উন্নত হয়। মোবাইল বা বাইরের ঝামেলা ছাড়া ব্যক্তিগত পরিবেশে খোলামেলা ও অর্থবহ কথা বলা সহজ হয়।
5
7
সম্পর্কে যৌথ রুটিন ও আনন্দ যোগ হয়। নিয়মিত একসঙ্গে স্নান করা সম্পর্কের মধ্যে স্থায়িত্ব আনে এবং হালকা মজা সম্পর্ককে একঘেয়ে হতে দেয় না।
6
7
নিজের শরীর নিয়ে আত্মবিশ্বাস বাড়ে। অ-যৌন প্রেক্ষিতে সঙ্গীর সামনে নগ্ন থাকতে পারা শরীর-সংক্রান্ত সংকোচ কমায় এবং আত্মগ্রহণযোগ্যতা বাড়ায়।
7
7
পারস্পরিক যত্ন ও সহমর্মিতা প্রকাশের সুযোগ তৈরি হয়। সঙ্গীর চুল ধোয়া বা পিঠে সাবান লাগানোর মতো ছোট কাজ ভালোবাসা ও যত্নের অনুভূতি জোরদার করে। ব্যবহারিক দিক থেকেও এটি উপকারী। ব্যস্ত দম্পতিদের জন্য সময় ও জল দুটোই সাশ্রয় হয়, যা দৈনন্দিন জীবনে সুবিধা এনে দেয়।