বিদেশ ঘুরতে যেতে চান, টাকাপয়সাও জমিয়ে ফেলেছেন। তবে ভিসা-পাসপোর্টের ঝক্কি হাজার। সেসব কথা ভেবে, অনেকেই আর লম্বা ছুটি পেয়েও বিদেশ ঘুরতে যেতে চান না।
2
8
কিন্তু এমন বেশকিছু দেশ রয়েছে, যেখানে যাওয়ার জন্য ভারতীয়দের কোনও ভিসাই লাগবে না। অর্থাৎ কোনও ফর্ম, অ্যামবেসি যাওয়া, কোনও দৌড় ঝাঁপ করতে হবে না।
3
8
মলদ্বীপ- ভিসা অন অ্যারাইভাল(৩০দিনের জন্য)। সঙ্গে লাগবে একটি পাসপোর্ট। ব্যাস আর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র। তারপর চারদিকে নীল আকাশ-নীল জল, বিলাসিতা, আরাম উপভোগ করতে পারবেন যে কেউ।
4
8
থাইল্যান্ড- ভিসা ফ্রি (৩০ দিন পর্যন্ত)। ফুকেটের পার্টি ভাইবস থেকে চিয়াং মাইয়ের মনোমুগ্ধকর পরিবেশ। ভিসার প্রয়োজন নেই। ৩০ দিন পর্যন্ত থাইল্যান্ড ঘুরতে পারবেন ভারতীয়রা।
5
8
শ্রীলঙ্কা- ইটিএ কিংবা ভিসা অন অ্যারাইভাল। ভারত থেকে পৌঁছতে সময়ও লাগবে না খুব বেশি। পৌঁছে গেলেই দু’ হাত মেলে উপস্থিত প্রকৃতি।
6
8
ভূটান-ভারতীয়দের জন্য ভিসা ফ্রি। যদিও সে দেশে প্রবেশের আগে অনুমতি পত্রের প্রয়োজন হয়।
7
8
ইন্দোনেশিয়া- ভিসা ফ্রি ভারতীয়দের জন্য।
8
8
কেবল বালি নয়, ৩০দিন ধরে ঘুরতে পারবেন কোমোডো দ্বীপ, গিলি দ্বীপপুঞ্জ, এমনকি জাকার্তার এ প্রান্ত থেকে ও প্রান্তে।