আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টার পর বাংলার একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন বেলা ১২টার পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
2
7
বেলা ১২টার পর উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই দুই জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা।
3
7
আজ সোমবার ও আগামিকাল মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
4
7
আগামী বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতি ও শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে।
5
7
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির মধ্যে আরও ভোগান্তির আশঙ্কা রয়েছে। সোমবারেও একাধিক জেলায় অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
6
7
সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ারে। সতর্কতাও জারি রয়েছে এই জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির দাপট খানিকটা কমবে আজ থেকে। যদিও আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
7
7
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি আবারও স্বাভাবিক হতে শুরু করবে। কারণ পাহাড়ি এলাকায় আর তুমুল বৃষ্টির সম্ভাবনা নেই। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সতর্কতা জারি নেই।