আজ শেষ ২০২৫ সাল। বছরের শেষ দিন শুধু ক্যালেন্ডার বদলের সময় নয়, বাস্তু মতে এটি পুরনো নেতিবাচক শক্তি দূর করে নতুন শুভ শক্তিকে স্বাগত জানানোর সেরা সময়।
2
8
বিশ্বাস করা হয়, বছরের শেষ দিনে যদি কিছু সহজ বাস্তু নিয়ম মানা যায়, তাহলে নতুন বছর হতে পারে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরা। ২০২৬ সালে ভাগ্যের দরজা খুলতে কোন কোন নিয়ম মেনে চলবেন, জেনে নিন-
3
8
ঘর ভালো করে পরিষ্কার করুনঃ বাস্তুশাস্ত্র অনুযায়ী, নোংরা ও অগোছালো ঘরে নেতিবাচক শক্তি জমে থাকে। তাই বছরের শেষ দিনে পুরো ঘর ঝাড় দেওয়া মোছা উচিত। বিশেষ করে দরজা-জানালা, কোণার জায়গা, বিছানার নীচে জমে থাকা পুরনো জিনিস সরিয়ে ফেলুন। এতে ঘরে পজিটিভ এনার্জি বাড়বে।
4
8
ভাঙা ও অকেজো জিনিস বিদায় দিনঃ বাস্তু মতে, ভাঙা ঘড়ি, ফাটা বাসন, নষ্ট ইলেকট্রনিক জিনিস বা বহুদিন ব্যবহার না করা সামগ্রী ঘরে রাখা অশুভ। এগুলো জীবনে বাধা, আর্থিক সমস্যা ও মানসিক অস্থিরতা বাড়াতে পারে। নতুন বছরের আগে এসব জিনিস ঘর থেকে বের করে দিলে সৌভাগ্যের পথ খুলে যায়।
5
8
প্রধান দরজায় আলো ও সাজিয়ে রাখুনঃ বাড়ির প্রধান দরজাকে বলা হয় শক্তির প্রবেশদ্বার। বছরের শেষ সন্ধ্যায় দরজার কাছে একটি প্রদীপ বা মোমবাতি জ্বালান। চাইলে ফুল লাগাতে পারেন। বিশ্বাস করা হয়, এতে লক্ষ্মীর আগমন ঘটে এবং নতুন বছরে অর্থ ও সুখের যোগ তৈরি হয়।
6
8
উত্তর-পূর্ব দিক পরিষ্কার ও হালকা রাখুনঃ বাস্তু মতে উত্তর-পূর্ব দিক (ঈশান কোণ) খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভারী আসবাব, আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। এই জায়গা পরিষ্কার ও উজ্জ্বল রাখলে মানসিক শান্তি, পড়াশোনা ও কর্মজীবনে উন্নতি আসে। একটি সবুজ গাছ বা প্রদীপ রাখলে ভাল ফল পাওয়া যায়।
7
8
পুজোর জায়গা বিশেষভাবে নজর দিনঃ বাড়ির মন্দির বা পুজোর স্থান ভাল করে পরিষ্কার করুন। নতুন ফুল, ধূপ,প্রদীপ জ্বালান। বছরের শেষ রাতে কয়েক মিনিট নীরবে প্রার্থনা করলে মন শান্ত হয় এবং নতুন বছরের জন্য ইতিবাচক মানসিকতা তৈরি হয়।
8
8
বাস্তু উপায় মানে শুধু বিশ্বাস নয়, বরং ঘর ও মন দু’টোই গুছিয়ে নেওয়ার সুযোগ। ২০২৫-এর শেষ দিনে এই সহজ কাজগুলো করলে ২০২৬ শুরু হতে পারে নতুন আশা, ভাল সুযোগ আর পজিটিভ শক্তি নিয়ে।