জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দেশজুড়ে হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু দশা। রাজ্যে রাজ্যে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার দাপট। এবার এই পরিস্থিতিতেই একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
2
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত শীতের কামড় জারি থাকবে এই রাজ্যগুলিতে।
3
6
আজ শীতল দিনের পরিস্থিতি থাকবে বিহার, মধ্যপ্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গ, রাজস্থানে। আগামিকাল বুধবার পর্যন্ত এই আবহাওয়া জারি থাকবে এই রাজ্যগুলিতে।
4
6
আজ থেকে আগামী ৯ জানুয়ারির মধ্যে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। পাশাপাশি মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামিকাল বুধবারের মধ্যে তাপমাত্রার পারদ নামবে।
5
6
আজ থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বিহারে। অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরায় ১২ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা থাকবে।
6
6
অন্যদিকে আগামী ৮ জানুয়ারি তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ জানুয়ারি ও ১০ জানুয়ারি তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।