বসন্ত এসে গিয়েছে। মাসখানেক কেটেও গেল বছরের শেষ ঋতুর। ফাল্গুনের শেষে দিকে দিকে শিমুল পলাশ হাজির, কোকিল তো সেই কবে থেকেই ডেকে ডেকে সারা। নতুন বছরের আগে, পুরনো জরাজীর্ণ বছরের অপেক্ষা শেষবারের মতো রঙিন হওয়ার। অপেক্ষা দোল উৎসবের।
2
10
দোল কিংবা হোলি, স্থান ভেদে নাম যাই হোক না কেন, রঙের উৎসবে রঙিন হয় গোটা দেশ।
3
10
হাতে আর কয়েকটা দিন। এক নজরে জেনে নিন, দেশের বেশকিছু জায়গার দোল উৎসবের কথা, যেখানে ধুমধামের সঙ্গে পালিত হয় রঙের খেলা
4
10
ব্রজভূমি-কৃষ্ণজন্মভূমি আর রঙের খেলা, দুইই যেন সমার্থক। রাধা-কৃষ্ণের দোল উৎসব যে কৃষ্ণের জন্মভূমিতে ধূমধামের সঙ্গে পালিত হবে, সেকথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাঁকে বিহারী মন্দির প্রাঙ্গন চতুর্দিকে রঙিন হয়ে ওঠে এই সময়।
5
10
হোলি ইন হিল- শুধু মন্দির প্রাঙ্গন কিংবা সমতলে কেন। জানেন পার্বত্য এলাকাতে, পাহাড়ি এলাকাতেও ধূমধামের সঙ্গে পালিত হয় রঙের খেলা। উত্তরাখণ্ড থেকে হিমাচল, পিছিয়ে নেই কোনও রাজ্য। হিমাচলে তো হোলি চারদিনব্যাপী পালিত হয়।
6
10
সেখানে রঙের উৎসব ফাগুলি নামে পরিচিত। অনেকেই ইয়ে জওয়ানি হ্যা দিওয়ানির অভিনেতা-অভিনেত্রীদের মতো রঙের খেলায় মেতে উঠতে এই সময়ে মানালি ঘুরে আসেন।
7
10
রঙের রয়্যাল উৎসব- কেউ পছন্দ করেন উচ্ছ্বাস, হুল্লোড়, হইহই। কেউ আবার মেতে উঠতে পছন্দ করেন, কিন্তু চান পারিপার্শ্বিক ব্যবস্থা হোক রয়্যাল, হইচইয়ের মাঝেও থাক গাম্ভীর্য। রয়্যাল রঙের উৎসবের মাঝে এই বছরের দোল কাটাতে চাইলে?
8
10
উপায়ও রয়েছে তার। রাজস্থান, জয়পুর, উদয়পুর। হোলি কা দহন থেকে একে একে সব নিয়ম কানুন এবং রঙের উৎসব, সঙ্গে গুজিয়া, মালপোয়া, ঠান্ডাই। আর কী চায়?
9
10
একটু অন্যরকমের হোলি উপভোগ করতে চাইলে যেতে পারেন পাঞ্জাবেও।
10
10
তিনদিনব্যাপী রঙের উৎসব হলা মহল্লা মুগ্ধ করে আমজনতাকে।