সাধারণত, দু'টো নবরাত্রির কথা শোনা যায়, বা ধুমধাম করে পালিত হয়। এক তো দুর্গাপুজোর সময়ের নবরাত্রি। আর দ্বিতীয় হয় বাসন্তী পুজোর সময়, চৈত্র মাসে। কিন্তু জানেন কি এই দুই নবরাত্রি ছাড়াও আরও এক নবরাত্রি বেশ ঘটা করেই পালন করা হয়? এর নাম গুপ্ত নবরাত্রি। এটি মাঘ মাসে পালিত হয়। এই নবরাত্রিকে অত্যন্ত শুভ এবং ফলদায়ী মনে করা হয়। এই সময় করা সাধনা কখনও ব্যর্থ হয় না। ছবি- এআই দ্বারা নির্মিত
2
7
ইতিমধ্যেই গুপ্ত নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। ১৯ জানুয়ারি থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত চলছে এই মাঘী নবরাত্রি বা গুপ্ত নবরাত্রি। কিন্তু গুপ্ত নবরাত্রি নাম কেন? এই নবরাত্রিতে করা পুজো, আরাধনা নিভৃতে এবং নির্জন জায়গায় করা হয়। মূলত তান্ত্রিক মতে পুজো হয়। কথা না বলে পুজো করা হয়। মনে করা হয় এই সময়ে করা সাধনা দ্রুত ফল দেয় এবং সিদ্ধিলাভ হয়। ছবি- এআই দ্বারা নির্মিত
3
7
গুপ্ত নবরাত্রিতে মূলত দেবী দুর্গার দশ রূপ বা দশমহাবিদ্যার পুজো হয়। অর্থাৎ কালী, তারা, ত্রিপুরাসুন্দরী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ত্রিপুরভৈরবী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা। এই ১০ দেবীকে আদি শক্তি বলে মনে করা হয়। একই সঙ্গে এরা দশটি দিকের অধিষ্ঠাত্রী দেবী। তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত এই দশমহাবিদ্যার উপাসনা গুপ্ত ভাবে করা হয়। এর ফলে যিনি পুজো করছেন তাঁর ভিতর ঐশ্বরিক শক্তি জাগ্রত হয়। ছবি- এআই দ্বারা নির্মিত
4
7
গুপ্ত নবরাত্রির সময় দেবী দুর্গার পুজো করলে জীবনের সমস্ত দুঃখ, কষ্ট দূর হয়। যিনি পুজো করছেন, সেই সাধকের মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই ৯ দিন ধরে সাধকরা কঠিন তপস্যা এবং ব্রতের মাধ্যমে দশমহাবিদ্যাকে প্রসন্ন করার চেষ্টা করেন। ছবি- এআই দ্বারা নির্মিত
5
7
শাস্ত্রে বলা হয়েছে, গুপ্ত নবরাত্রিতে দুর্গা সপ্তসতীর তেরো অধ্যায় পাঠ করলে ধনলাভ হয়। একই সঙ্গে মেলে সন্তান সুখ। মানসিক চাপ, চিন্তা, অবসাদ দূর হয়ে, শান্তি আসে। এই সময় শক্তিপীঠ দর্শন অত্যন্ত শুভ। বাড়িতে কুলদেবীর পুজো করা উচিত। ছবি- এআই দ্বারা নির্মিত
6
7
গুপ্ত নবরাত্রির সময় রামচরিতমানস পড়া উচিত। এছাড়া পুজো করা উচিত হনুমানজির। এটি অত্যন্ত পূণ্যের কাজ। এতে যেমন সাহস বাড়ে, তেমনই বাড়ে বুদ্ধি, বিদ্যা। ছবি- এআই দ্বারা নির্মিত
7
7
যাঁরা গুপ্ত নবরাত্রি পালন করেন তাঁদের সেই পুজোর বিষয়ে গোপনীয়তা রক্ষা করা আবশ্যক। তাহলেই সাধনার ফল পাওয়া যায়। নিরামিষ খাবার খাওয়া উচিত। মাটিতে শোয়া উচিত। যে কোনও রকম যৌনতা থেকে দূরে থেকে, ব্রহ্মচর্য পালন করা শুভ। অষ্টমী এবং নবমী তিথিতে বালিকা এবং ব্রাহ্মণ ভোজন করাতে পারলে সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ছবি- এআই দ্বারা নির্মিত