দুবাই বললেই আমাদের চোখে ভাসে সোনার ঝকঝকে বাজার। সোনাপ্রেমী বাঙালির কাছে এই শহরের আকর্ষণ চিরন্তন। কিন্তু জানেন কি, এই দুবাইয়ের বাইরেও বিশ্বের এমন কয়েকটি দেশ আছে, যেখানে সোনার দাম শুনলে আপনি রীতিমতো অবাক হবেন?
2
7
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে সোনার দাম সব জায়গায় এক থাকে না। কারণ কিছু দেশে ট্যাক্স এবং আমদানি শুল্ক অনেক কম। তাই সেখানে সোনার দামও আমাদের সাধ্যের মধ্যে থাকে। দুবাই যদিও তার জন্য বিখ্যাত, কিন্তু বিশ্ববাজারে সস্তা সোনায় আরও কিছু দেশ তাকে জোর টক্কর দিচ্ছে।
3
7
১) হংকং: এশিয়া মহাদেশে এই শহরটি একটি বড় ব্যবসার কেন্দ্র। এখানে ট্যাক্স খুবই কম লাগে। তাই সোনার দাম আন্তর্জাতিক বাজারদরের খুব কাছাকাছি থাকে। কম দামে ভালো সোনা মেলে বলে গয়নাপ্রেমী ও ব্যবসায়ীদের ভিড় এখানে লেগেই থাকে।
4
7
২) সুইজারল্যান্ড: খাঁটি সোনা এবং সোনার বারের জন্য সুইজারল্যান্ডের নাম জগৎজোড়া। এই দেশের নিজস্ব মুদ্রা খুব জনপ্রিয়, যার ফলে এখানকার সোনার দাম তুলনামূলকভাবে কম হয়। বিনিয়োগের জন্য ২৪ ক্যারাট সোনার বার কিনতে অনেকেই এখানে আসেন।
5
7
৩) কম্বোডিয়া: দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি এখন সোনার সস্তা বাজার হিসেবে পরিচিত হচ্ছে। ভারতের তুলনায় এই দেশে সোনার দাম বেশ কম। যারা বাজেট-এর মধ্যে সোনা কিনতে চান, তাঁদের জন্য কম্বোডিয়া একটি দারুণ জায়গা।
6
7
৪) থাইল্যান্ড: সস্তা সোনার তালিকায় দুবাইয়ের ঠিক পরেই রয়েছে থাইল্যান্ডের নাম। ব্যাঙ্ককের চায়না টাউন সোনা কেনা-বেচার জন্য খুবই বিখ্যাত। সুন্দর নকশা এবং কারুকার্যের বৈচিত্র্য এই দেশের বাজারকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে।
7
7
৫) অস্ট্রেলিয়া: সোনা উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম প্রথম সারির দেশ। নিজেদের দেশে প্রচুর সোনা তৈরি হওয়ায় এখানকার দাম সাধারণত একইরকম থাকে, অর্থাৎ সহজে ওঠানামা করে না। এখানকার সোনা বিশ্বমানের এবং বাজারও খুব স্বচ্ছ।