সাফল্য আর সাহসে মোড়া দীপিকার জীবনের স্কোরবোর্ডের গল্প
2
9
মডেলিং শুরু হতেই ঝড়ের মতো অফার আসতে থাকে। আর সেখান থেকেই বলিউড ডেবিউ—ফারাহ খানের ওম শান্তি ওম, শাহরুখ খানের বিপরীতে। প্রথম ছবিতেই বাজিমাত! হাতে ওঠে ফিল্মফেয়ারের সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার।
3
9
২০০৯-এ লাভ আজ কাল দিয়ে প্রশংসা পেলেও এরপর কিছুটা ধাক্কা আসে কেরিয়ারে। কিন্তু ২০১২ সালে ককটেল দিয়েই ফের রাজকীয় কামব্যাক। তারপর ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার—একের পর এক হিটে নিজের অবস্থান পোক্ত করে ফেলেন দীপিকা।
4
9
শুধু অভিনেত্রীই নন, দীপিকা আজ সমাজসেবী ও উদ্যোক্তাও। মানসিক স্বাস্থ্যের সচেতনতা বাড়াতে তিনি গড়েছেন দ্য লিভ লভ লাফ ফাউন্ডেশন, যার কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে পান ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ক্রিস্ট্যাল অ্যাওয়ার্ড ।
5
9
২০১৮ সালেই ‘পদ্মাবত’-এ রানী পদ্মাবতীর চরিত্রে তাঁর অভিনয় ঝড় তোলে গোটা দেশে। সঞ্জয় লীলা বনশালির সঙ্গে এটাই ছিল তাঁর তৃতীয় সহযোগিতা। বিতর্ক, হুমকি, বিক্ষোভ-সব কিছুর পরও ছবির সাফল্য ছিল নজরকাড়া।
6
9
২০১৮ সালের ১৪ নভেম্বর দীপিকা বিয়ে করেন রণবীর সিংকে। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের ঘরে আসে কন্যাসন্তান দুয়া পাড়ুকোন।
7
9
সম্প্রতি ‘স্পিরিট’ ছবি থেকে তাঁর সরে যাওয়া নিয়েও চর্চা তুঙ্গে! শোনা গেছে, সৃজনশীল ও পেশাগত মতভেদ, লম্বা শুটিং আওয়ার আর প্রফিট শেয়ারিংয়ের বিষয়ই ছিল মূল কারণ।
8
9
এক সময় শাহরুখের সঙ্গে ডেবিউ করা সেই ‘আউটসাইডার’ আজ বলিউডের গর্ব, প্রায় দুই দশকের কেরিয়ারে তৈরি করেছেন ৫০০ কোটির সাম্রাজ্য। এবার আবারও 'কিং খানের' সঙ্গেই ষষ্ঠবারের মতো জুটি বাঁধছেন দীপিকা।
9
9
সদ্য ভারতের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন! বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি।