আজকাল ওয়েবডেস্ক: ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বের জেরে বিতর্কের কেন্দ্রে ইলন মাস্ক। তবে শুধু ধনকুবের ছেলে একা নন, তাঁর বাবা ইরল মাস্কের জীবনও কিন্তু বিতর্কে ভরা। প্রাক্তন ইঞ্জিনিয়ার, পাইলট ও রিয়েল এস্টেট ব্যবসায়ী ইরল মাস্কের জীবন বৈচিত্র্যে ভরা।
2
11
সৎকন্যার সঙ্গে সন্তান: সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যখন ইরল জানান, তিনি তাঁর সৎকন্যা জানে-র সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। এমনকি এও জানা যায় যে তাঁদের একটি সন্তানও রয়েছে। পরে আরও একটি সন্তানের কথা প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে ইলন মাস্ক নিজেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন।
3
11
ইলনের সাফল্য নিয়ে হিংসা: এক সাক্ষাৎকারে ইরল বলেছিলেন, তিনি ইলনের কাজ নিয়ে “গর্বিত নন”, বরং তাঁর ছোট ছেলে কিম্বলকে বেশি সফল মনে করেন। এ বক্তব্য ইলনের ভক্তদের মধ্যেও ক্ষোভ সৃষ্টি করে।
4
11
বাড়তি ওজন নিয়ে ছেলের সমালোচনা: ইরল একবার প্রকাশ্যে বলেন, ইলনের ‘বেশ কিছুটা ওজন ঝরানো উচিত’। এমন ব্যক্তিগত মন্তব্য নিয়েও কম বিতর্ক হয়নি।
5
11
হীরা পাচারের অভিযোগ: ইরলের দাবি, একবার তিনি হঠাৎ করেই “পাথরের খনিতে হীরা” পান এবং সেগুলির ব্যবসা শুরু করেন। যদিও বিষয়টি নিয়ে পরস্পরবিরোধী তথ্য রয়েছে। কিছু বিশেষজ্ঞ বলেন, এসব ছিল ‘অবৈধ চোরাচালানের ব্যবসা’।
6
11
সন্তানদের সঙ্গে সম্পর্কের টানাপড়েন: ইরল মাস্ক স্বীকার করেছেন, তাঁর সন্তানদের অনেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ রাখেন না। তিনি নিজেই বলেন, ‘‘আমার পরিবারের বেশিরভাগ মানুষ আমাকে অপছন্দ করে।’’
7
11
অস্ত্র রাখার প্রবণতা: সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরল একাধিকবার জানিয়েছেন, তাঁর কাছে অস্ত্র রয়েছে এবং তিনি নিজেই নিজের বাড়ি পাহারা দেন।
8
11
বহুগামিতার প্রতি ঝোঁক: ইরলের বিরুদ্ধে একাধিক নারীসঙ্গ, বহুগামিতা এবং একই সময়ে একাধিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
9
11
ইলনের শৈশব নিয়ে মন্তব্য: ইরল বলেন, ইলনের ছোটবেলা ভাল ছিল না বললেই চলে। ‘‘ও খুব কষ্ট পেয়েছে, তাই বড় হয়ে শক্ত মনের মানুষ হয়েছে,’’ বলেন ইরল।
10
11
শুক্রাণু দান বিতর্ক: একটি সাক্ষাৎকারে ইরল মাস্ক নিজেই জানান, তিনি ভবিষ্যতে উন্নত প্রজন্ম গঠনের জন্য শুক্রাণু দান করতে প্রস্তুত, এবং একাধিক নারী তাঁর সন্তানের মা হতে আগ্রহী বলেও দাবি করেন। তিনি বলেন, “আমি ভাল জিন বহন করি, তাই যদি কেউ সন্তান চায়, আমি সাহায্য করতে পারি।” এই মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক ছড়ায়। অনেকেই একে ‘নির্লজ্জ আত্মপ্রচারের কৌশল’ বলে কটাক্ষ করেন।
11
11
পুত্রের সম্পত্তি দাবি: ইরল একবার দাবি করেন, ইলনের সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁরই অবদান। কারণ ছোটবেলায় তিনি ইলনের পড়াশোনার সব খরচ চালাতেন এবং ব্যবসার প্রাথমিক মূলধনও তিনিই দেন। যদিও ইলনের দাবি, এসব পুরোটাই অতিরঞ্জিত।