১ জুলাই, অর্থাৎ আজ, মঙ্গলবার থেকেই বদল আসছে একগুচ্ছ নিয়মে। তালিকা লম্বা এবং তাতে প্রায় সবগুলিই অতি প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়। অর্থাৎ সাবধানতা অবলম্বন আজ থেকেই।
2
9
আগেই জানা গিয়েছিল আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক, এটিএম এর টাকা তোলার বিষয়ে ফি, গ্যাসের দাম সংক্রান্ত নানা ক্ষেত্রে বদল আসবে। যা প্রভাব ফেলবে দৈনন্দিন বেঁচে থাকায়। সেই বদল আজ থেকেই।
3
9
১ জুলাই থেকে প্যান কার্ড তৈরির জন্য বাধ্যতামূলক আধার কার্ড। যাঁদের আগে থেকেই এই দুটি কার্ড রয়েছে, তাদের যদিও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার জন্য সময়সীমা দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
4
9
১ জুলাই থেকেই বাড়ছে ট্রেনের ভাড়া। সোমবার একটি বিবৃতি প্রকাশ করে ভারতীয় রেল মন্ত্রক জানিয়েছে, ১ জুলাই মঙ্গলবার থেকে নন-এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া কিলোমিটার প্রতি এক পয়সা এবং এসি ক্লাসের ভাড়া কিলোমিটার প্রতি দুই পয়সা বৃদ্ধি করা হচ্ছে।
5
9
১ জুলাই থেকে আরও বড় বদল ট্রেনের টিকিট কাটাতেও। নিয়ম চালু হচ্ছে, জুলাই থেকে আইআরসিটিসির মাধ্যমে কেবল তাঁরাই ট্রেনের টিকিট কাটার সুযোগ পাবেন যাঁদের এই অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে।
6
9
সিবিডিটি আইটিআর বা আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করেছে। এর ফলে বেতনভোগী ব্যক্তিদের ফাইলিং সম্পন্ন করার জন্য অতিরিক্ত ৪৬ দিন সময় দেওয়া হবে। তাতে জুলাইয়ে কিছুটা স্বস্তি পাচ্ছেন তাঁরা।
7
9
সূত্রের খবর, এসবিআই এলিট, মাইলস এলিট এবং মাইলস প্রাইমের মতো নির্দিষ্ট প্রিমিয়াম কার্ড ব্যবহার করে বিমান টিকিট কেনার সময় যেসব বিমান দুর্ঘটনা বীমা দেওয়া হত, তা বন্ধ করে দিচ্ছে এসবিআই। পাবলিক সেক্টর ব্যাঙ্কটির নতুন ন্যূনতম বকেয়া পরিমাণ বা এমএডি (মাসিক বিলের জন্য) গণনা চালু করার সম্ভাবনা।
8
9
অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএম ফি আপডেট করেছে। অ্যাক্সিস ব্যাংক সেভিংস, এনআরআই, ট্রাস্ট, প্রায়োরিটি এবং বারগান্ডি অ্যাকাউন্টধারীদের জন্য বিনামূল্যে মাসিক সীমার বাইরে এটিএম লেনদেনের জন্য চার্জ বৃদ্ধি করছে।
9
9
বাতাসের মান উন্নত করার প্রচেষ্টায়, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির সরকার ১ জুলাই থেকে এন্ড-অফ-লাইফ (ইওএল) যানবাহনের উপর জ্বালানি নিষেধাজ্ঞা কার্যকর করা শুরু করবে।