আজকাল ওয়েবডেস্ক: কখনও বৃষ্টি, কখনও রোদ! আর তার মধ্যেই হাজির ফ্রেন্ডশিপ ডে। অগাস্টের প্রথম রবিবার পালন করা হয় বন্ধুত্বের এই দিনটি। সেই হিসাবে এবার ৩ অগাস্ট পালিত হবে ফ্রেন্ডশিপ ডে। বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে কেমন পোশাক পরবেন? খোঁজ দিচ্ছে আজকাল ডট ইন।
2
7
ছেলেরা পরে দেখতে পারেন গাঢ় গোলাপি কিংবা লালের শেড। ঐতিহ্যবাহী কোটের সঙ্গে ধোতি প্যান্ট।
বৃষ্টি না থাকলে একেবারে ওয়েস্টার্নের মধ্যে সাদা কালোর ক্লাসিক কম্বিনেশন ট্রাই করতে পারেন। বিশেষ করে নৈশভোজে গেলে মেয়েরা স্বচ্ছন্দে পরতে পারেন সাদা গাউন।
5
7
পরতে পারেন লালের কম্বিনেশনও। সঙ্গে যদি কালো রঙের কোনও শেড থাকে তাহলে তো কথাই নেই। দুর্দান্ত মানাবে।