কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই স্কোয়াড থেকে রিলিজ দিয়েছে মুস্তাফিজুর রহমানকে। তার জায়গায় কেকেআর অন্য কোনও খেলোয়াড়কে দলে নিতে পারবে বলে জানিয়েছে বিসিসিআই। জেনে নেওয়া যাক, মুস্তাফিজুরের জায়গায় কাকে নিলে লাভ হতে পারে কেকেআরের।
2
6
ফজলহক ফারুকি
আফগানিস্তানের বাঁহাতি পেসার ফজলহক ফারুকির বেস প্রাইস ধরা হয়েছে ১ কোটি টাকা। মিনি-নিলামের আগে রাজস্থান রয়্যালস (আরআর) তাকে ছেড়ে দেয়। বর্তমানে আইএলটি২০ ২০২৫–২৬ আসরে এমআই এমিরেটসের হয়ে খেলছেন ফারুকি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রেকর্ড যথেষ্ট নজরকাড়া—১৪৯টি ম্যাচে ২১.২০ গড়ে ১৮৬টি উইকেট, যার মধ্যে রয়েছে চারটি পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব।
3
6
রিচার্ড গ্লেসন
ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার রিচার্ড গ্লিসনের বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা। ৩৮ বছর বয়সি এই বোলার বর্তমানে এসএ২০ ২০২৫–২৬ আসরে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ১৩৪টি ম্যাচে ২২.৮৩ গড়ে ১৫৭টি উইকেট নিয়েছেন গ্লিসন, যার মধ্যে একটি পাঁচ উইকেট রয়েছে।
4
6
আলজারি জোসেফ
ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ লোয়ার ব্যাক ইনজুরির কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে রয়েছেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিজ্ঞতা যথেষ্ট সমৃদ্ধ। ১৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫.৭০ গড়ে ২০০টি উইকেট নিয়েছেন তিনি, যার মধ্যে রয়েছে দুটি পাঁচ উইকেট। নিচের দিকে ব্যাট হাতেও অবদান রাখার ক্ষমতা রয়েছে এই ক্যারিবিয়ান পেসারের।
5
6
জেরাল্ড কোয়েটজি
দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার জেরাল্ড কোয়েটজি ২ কোটি টাকা বেস প্রাইসে নিলামে নাম লেখান। টি-টোয়েন্টি ক্রিকেটে ৭৭টি ম্যাচে তিনি ২৩.৫৩ গড়ে ৯৭টি উইকেট নিয়েছেন। তার ঝুলিতে রয়েছে পাঁচটি চার উইকেট নেওয়ার কীর্তি।
6
6
উইল সাদারল্যান্ড
তালিকার আরেক উল্লেখযোগ্য নাম অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার উইল সাদারল্যান্ড। বর্তমানে বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৫–২৬ আসরে মেলবোর্ন রেনেগেডসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন সাদারল্যান্ড।