টেসলা সিইও ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে প্রায় অর্ধ ট্রিলিয়ন মার্কিন ডলার বা ৫০০.১ বিলিয়ন ডলারের নিট সম্পদের মালিক হলেন। ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ার ট্র্যাকার অনুযায়ী, তিনি বর্তমানে বিশ্বের ধনীতম ব্যক্তি, যাঁর সম্পদের পরিমাণ দ্বিতীয় স্থানে থাকা ওরাকল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের তুলনায় অন্তত ১৫০ বিলিয়ন ডলার বেশি।
2
11
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মাস্কের সম্পদ মূলত নির্ভর করছে তাঁর ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা-র উপর। বর্তমানে তিনি টেসলার ১২.৪ শতাংশ শেয়ারের মালিক। এবছর এখন পর্যন্ত টেসলার শেয়ারদর ১৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। শুধু গত বুধবারই প্রায় ৪ শতাংশ শেয়ারদর বেড়েছে, যার ফলে মাস্কের ব্যক্তিগত সম্পদে প্রায় ৯.৩ বিলিয়ন ডলার যোগ হয়েছে।
3
11
গত বছরের ডিসেম্বরে মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন ডলারের নিট সম্পদে পৌঁছেছিলেন। এ বছর সেই সংখ্যা আরও লাফিয়ে অর্ধ ট্রিলিয়নে পৌঁছেছে।
4
11
বছরের শুরুতে মাস্কের জন্য পরিস্থিতি খুব একটা সুখকর ছিল না। তিনি তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর ফলে টেসলার প্রতি তাঁর মনোযোগ কমে যাচ্ছিল বলে বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি দেখা দেয়। কিন্তু সম্প্রতি মাস্ক হোয়াইট হাউসের ভূমিকা থেকে সরে এসে আবার টেসলার কাজে সরাসরি মনোযোগ দিতে শুরু করেন।
5
11
টেসলা বোর্ড চেয়ার রবিন ডেনহলম গত মাসে জানান, মাস্ক আবার কোম্পানির “সামনে এবং কেন্দ্রে” ফিরে এসেছেন। এরপর অল্প কিছুদিনের মধ্যেই মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলা শেয়ার কিনে নেন, যা কোম্পানির ভবিষ্যৎ নিয়ে তাঁর আস্থার বড় প্রমাণ।
6
11
গত মাসেই টেসলা বোর্ড মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের ক্ষতিপূরণ পরিকল্পনা প্রস্তাব করে। এতে আর্থিক ও কার্যক্রম সংক্রান্ত উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, পাশাপাশি মাস্কের হাতে আরও বেশি শেয়ার দেওয়ার দাবিও বিবেচনায় রাখা হয়েছে।
7
11
তবে শুধু টেসলাই নয়, মাস্কের অন্যান্য প্রতিষ্ঠানগুলিও তাঁর সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ xAI এবং মহাকাশ সংস্থা SpaceX—দুটিই এই বছর বিশাল বাজারমূল্য অর্জন করেছে।
8
11
xAI : জুলাই পর্যন্ত এর মূল্যায়ন ছিল ৭৫ বিলিয়ন ডলার। সেপ্টেম্বর মাসে সিএনবিসি রিপোর্ট করে যে, কোম্পানিটি ২০০ বিলিয়ন ডলারের মূল্যায়ন লক্ষ্য করছে। যদিও মাস্ক দাবি করেন, তখন তারা কোনও মূলধন সংগ্রহ করছে না।
9
11
SpaceX : জুলাই মাসে ব্লুমবার্গ জানায়, কোম্পানিটি প্রায় ৪০০ বিলিয়ন ডলারের মূল্যায়নে নতুন তহবিল সংগ্রহ ও শেয়ার বিক্রির পরিকল্পনা করছে।
10
11
ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, মাস্কের সম্পদের বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে, তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হয়ে উঠতে পারেন। অনুমান করা হচ্ছে, ২০৩৩ সালের মার্চের আগেই, যখন তাঁর ১ ট্রিলিয়ন ডলারের টেসলা ক্ষতিপূরণ প্যাকেজের প্রথম ধাপ কার্যকর হবে, তখনই তিনি এই মাইলফলকে পৌঁছে যেতে পারেন।
11
11
একসময়ের স্টার্টআপ উদ্যোক্তা থেকে আজ বিশ্বের সবচেয়ে ধনী মানুষ—ইলন মাস্কের এই যাত্রা এক অনন্য দৃষ্টান্ত। টেসলা, স্পেসএক্স ও xAI-র মতো প্রতিষ্ঠানগুলির অগ্রগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ গবেষণায় তাঁর উচ্চাভিলাষী পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে তিনি হয়তো বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হিসেবেও ইতিহাস গড়বেন।