ইস্টবেঙ্গল এবার উইংয়ে আনতে চলেছে এক ভারতীয় ফুটবলারকে। কে তিনি?
3
12
একাধিক ফুটবলারের জীবনপঞ্জী নিয়ে কাটাছেঁড়া করার পরে জেরিকে মনে ধরেছে ইস্টবেঙ্গলের।
4
12
সব ঠিকঠাক থাকলে জেরিই হয়তো আসছেন ইস্টবেঙ্গলে।
5
12
ভারতীয় ফুটবলে জেরি বেশ পরিচিত নাম। ডিএসকে শিবাজিয়ান্স, নর্থ-ইস্ট ইউনাইটেড, জামশেদপুর, ওড়িশা হয়ে এবার হয়তো ইস্টবেঙ্গল তাঁর নতুন ঠিকানা।
6
12
২০১৪-১৫ মরশুমে মিজোরামের ডিএসকে শিবাজিয়ান্স-লিভারপুল অ্যাকাডেমিতে ট্রায়াল দেন জেরি। সেখানকার কোচরা জেরির মধ্যে সম্ভাবনা দেখতে পান। কোচরা স্থির করেন মিজোরাম প্রিমিয়ার লিগে চানমারি এফসি বনাম চানমারি ওয়েস্ট ম্যাচে জেরিকে তাঁরা দেখবেন।
7
12
জেরি সেই ম্যাচে পরিবর্ত হিসেবে খেলতে নামেন। মাঠে নামার পরে জেরি বেশ কয়েকটা ট্যাকল করেন। তার পরে প্রতিপক্ষের গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান। ডিএসকে-র কোচ ডেভ রজার্স স্ট্যান্ডে ছিলেন। তিনি জেরিকে দেখে দারুণ খুশি হন।
8
12
ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুরের হয়ে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের দ্রুততম গোল করেছিলেন। ২২.৮ সেকেন্ডে গোলটি করেছিলেন জেরি।
9
12
২০১৭ সালের ফেডারেশেন কাপে ডিএসকে শিবাজিয়ান্স ও বেঙ্গালুরু এফসি-র ম্যাচের কথা অনেকেরই মনে আছে। জেরি বনাম সুনীল ছেত্রীর লড়াই ছিল দেখার মতো। সেই সময়ে জেরির বয়স মাত্র ২০। ডেভ রজার্স তাঁকে সুনীল ছেত্রীকে মার্কিংয়ের দায়িত্ব দিয়েছিলেন। রজার্স বলেছিলেন, ''সুনীল যদি টয়লেটেও যায়, তুমিও সেখানে যাবে।''
10
12
সেই ম্যাচে জেরির জন্য সুনীল তিনবার জায়গা বদল করেন। কিন্তু জেরি তাঁর পিছন ছাড়েননি। শেষপর্যন্ত শিবাজিয়ান্স ২-০ গোলে হারায় বেঙ্গালুরুকে।
11
12
ওড়িশার হয়ে জেরি ১১২টি ম্যাচ খেলেছেন। ১৭টি গোল করেছেন তিনি।
12
12
এহেন জেরি ইস্টবেঙ্গলে আসার দৌড়ে এগিয়ে বলেই খবর। তিনি এলে লাল-হলুদের উইং আরও শক্তিশালী হবে একথা বলাই যায়।