দীর্ঘদিন ধরে হাঁটু বা কোমর ব্যথায় ভুগছেন। কোনও কিছু করেই উপকার পাচ্ছেন না? তাহলে বেছে নিতে পারেন এই উপায়। বলিউড অভিনেতা অভয় দেওল নিজে হাঁটু এবং কোমর ব্যথায় কাবু ছিলেন। এই ট্রিটমেন্ট করিয়েই উপকার পেয়েছেন তিনি। জেনে নিন বিস্তারিত। ছবি- সংগৃহীত
2
5
অভয় দেওল সম্প্রতি মুখ খুলেছেন তাঁর দীর্ঘদিনের হাঁটু এবং কোমর ব্যথা নিয়ে। জানিয়েছেন স্লিপড ডিস্কের কারণেই তাঁর কোমর ব্যথা হতো। গত ২০ জানুয়ারি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানান তিনি খুব একটা তাঁর স্বাস্থ্যর বিষিয় অনুরাগীদের সঙ্গে ভাগ করেন না। কিন্তু এটি করতে বাধ্য হয়েছেন, কারণ তিনি উপকার পেয়েছেন। ছবি- সংগৃহীত
3
5
অভয় দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের চিকিৎসা করিয়েও যখন হাঁটু এবং কোমর ব্যথা, অস্বস্তি থেকে উপকার পাচ্ছিলেন না, চাইছিলেন সার্জারি এড়িয়ে কোনও ট্রিটমেন্ট করাতে তখন অবশেষে তিনি একাধিক গবেষণা করে বিকল্প উপায় হিসেবে বেছে নেন স্টেম থেরাপিকে। ছবি- সংগৃহীত
4
5
ফলে আপনিও যদি চান এই স্টেম থেরাপি বেছে নিতে পারেন হাঁটু বা কোমর ব্যথা থেকে নিষ্কৃতি পেতে, তবে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শে। কিন্তু ঠিক কী এই স্টেম থেরাপি? এই চিকিৎসায় প্রথমে ডোনরের থেকে স্টেম সেল নেওয়া হয়। তারপর সেটা প্রসেস করে আলাদা সরিয়ে রাখা হয় যাতে কোষগুলো কনসেন্ট্রেট করতে পারে। এরপর ইনজেকশনের মাধ্যমে এটি রোগীর শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। মোটামুটি ৫০ হাজার থেকে এই চিকিৎসা শুরু হয়। ছবি- সংগৃহীত
5
5
অভয় দেওল জানিয়েছেন তিনি কোরিয়ার একটি ক্লিনিকে গিয়ে এই স্টেম থেরাপি করিয়ে এসেছেন। অভিনেতা জানিয়েছেন এই গোটা পদ্ধতিটি অত্যন্ত স্বাভাবিক এবং নিরাপদ। এখানে কোনও সিনথেটিক জিনিস ব্যবহার করা হয় না। যে কোষগুলো ইনজেকশনের মাধ্যমে অভিনেতার দেহে প্রবেশ করানো হয়েছিল সেটাই তাঁকে স্বাভাবিক ভাবে সুস্থ হতে সাহায্য করেছে। ছবি- সংগৃহীত