'ওই লোকগুলো আমার কোমর ধরে...,' মুম্বইয়ে হেনস্থার শিকার মৌনী রায়! কী হয়েছিল অভিনেত্রীর সঙ্গে?
নিজস্ব সংবাদদাতা
২৪ জানুয়ারি ২০২৬ ১৭ : ০৫
শেয়ার করুন
1
6
বিনোদন জগতের গ্ল্যামারের আড়ালে যে অন্ধকার লুকিয়ে থাকে, তা ফের একবার প্রকাশ্যে এল। এবার ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হলেন বাঙালি বলি-অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে অভব্য আচরণ ও হেনস্তার শিকার হতে হয়েছে তাঁকে। যে ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউরে উঠছেন স্বয়ং অভিনেত্রী।
2
6
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের একটি বড় ইভেন্টে। মৌনী সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাজমাধ্যমে ঘটনার কথা জানিয়ে তিনি লেখেন, "কার্নালের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আমি চরম লজ্জিত ও বিরক্ত। বিশেষ করে দু'জন বয়স্ক ব্যক্তির আচরণ আমাকে স্তম্ভিত করেছে। অনুষ্ঠান শুরু হওয়ার পর আমি যখন স্টেজে উঠছিলাম, তখন বেশ কয়েকজন পুরুষ সদস্য—যাঁদের মধ্যে ওই দুই বয়স্ক লোকও ছিলেন—ছবি তোলার বাহানায় আমার কোমরে হাত দিচ্ছিলেন। আমি যখন তাঁদের হাত সরাতে বললাম, তাঁরা উল্টে বিরক্ত হলেন।"
3
6
মৌনী আরও জানান, "মঞ্চের পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ওই দু'জন ব্যক্তি ঠিক আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করছিলেন এবং নোংরা অঙ্গভঙ্গি করছিলেন। এমনকী আমাকে আজেবাজে নামেও ডাকছিলেন। প্রথমে আমি ইশারায় তাঁদের নিষেধ করি, কিন্তু তাতে তাঁরা থামার বদলে উল্টে আমার দিকে গোলাপ ফুল ছুড়ে মারতে শুরু করেন।"
4
6
চরম অস্বস্তিতে পড়ে মৌনী পারফরম্যান্সের মাঝপথেই স্টেজ থেকে বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু পেশাদারিত্বের খাতিরে আবার ফিরে এসে নাচ শেষ করেন। তিনি আক্ষেপ করে বলেন, "এত কিছুর পরেও অনুষ্ঠানের আয়োজকরা ওই লোকগুলোকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কোনও ব্যবস্থা করেননি। আমার মতো প্রতিষ্ঠিত শিল্পীকে যদি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তবে নতুন মেয়েরা যারা এই পেশায় আসছে, তাঁদের অবস্থা কী হবে ভাবলে শিউরে উঠি।"
5
6
তিনি আরও বলেন যে, "আমি অপমানিত এবং মানসিকভাবে বিপর্যস্ত। এই অসহ্য আচরণের বিরুদ্ধে আমি প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করছি। আমরা শিল্পী, নিজেদের পরিশ্রম দিয়ে সম্মানের সঙ্গে রোজগার করতে যাই। এই লোকগুলো কি নিজেদের বাড়ির মেয়েদের সাথে এমন আচরণ সহ্য করতেন? তাঁদের লজ্জা হওয়া উচিত!"
6
6
সবশেষে তিনি বলেন, "আমরা কারওর আনন্দ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে যাই, কিন্তু বিনিময়ে এমন ব্যবহার সত্যিই মেনে নেওয়া যায় না।"