পৃথিবীর শেষদিন কী দ্রুত ঘনিয়ে আসছে। অন্তত যে ধরণের ইঙ্গিত মিলছে তা থেকে সেটাই স্পষ্ট। এবিষয়ে একটি গবেষণা করে দেখেছে নাসা।
2
9
নাসার দাবি অনুসারে এতদিন ধরে যদি সূর্যের মধ্যে কোনও বিস্ফোরণ ঘটল তাহলে সেটি পৃথিবীতে আসতে সময় লাগত ৪ দিন। ফলে সেখানে পৃথিবীর ক্ষতি পরিমান কম হত।
3
9
তবে সম্প্রতি যে গবেষণা সামনে উঠে এসেছে তা থেকে দেখা গিয়েছে এই বিস্ফোরণের রেশ এবার থেকে পৃথিবীতে আসতে সময় লাগছে মাত্র ২৫ ঘন্টা।
4
9
যে কাজটি হতে সময় লাগত প্রায় ৪ দিন। সেটি এখন আসছে মাত্র ১ দিনেই। এখানে বিস্ফোরণের ফলে আসা ক্ষতিকর কণাগুলি অতি সহজেই পৃথিবীকে স্পর্শ করছে।
5
9
সূর্য থেকে পৃথিবীতে এই কণার গতি রয়েছে প্রায় ১৭০০ কিলোমিটার প্রতি ঘন্টা। এটি অশনি সঙ্কেত হিসেবেই দেখছেন নাসার বিজ্ঞানীরা।
6
9
বিষয়টি নিয়ে নাসা একটি ক্লাস করিয়েছে আমেরিকার বিভিন্ন স্কুলে। সেখান থেকেই এই খবরটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
7
9
নাসার মতে সূর্য প্রতিদিনই তার শক্তি হারিয়ে ফেলছে। কিন্তু সূর্যের সঙ্গে পৃথিবী সহ বাকি গ্রহদের দূরত্ব কমছে। যদি সেটা না হয়ে থাকে তাহলে এত দ্রুত এই প্রভাবগুলি হতে পারত না।
8
9
সূর্য একটি আগুনের গোলা। এখানে প্রতি সময়তেই বিস্ফোরণ ঘটছে। তবে বর্তমানে সৌরঝড়ের প্রভাব বা গতি এতটাই বেশি যে সেখান থেকে এবার সমস্যা তৈরি হবে পৃথিবীতেও।
9
9
মহাকাশের কক্ষপথে জিপিএস সিস্টেম থেকে বিষয়টি মনিটর করা গিয়েছে। এই হার যদি আগামীদিনে বাড়তে থাকে তাহলে পৃথিবীর পক্ষে তা হবে মারাত্বক ক্ষতিকর।