নরক। কথায় কথায় অনেকে বলে থাকেন, পাপ করলে মৃত্যুর পরবর্তীকালে যেতে হবে নরকে। পূণ্য করলে স্বর্গে। নরক কী? কোথায় অবস্থান? স্বর্গ-নরক এসব কথা শুনলে, অনেকের মনেই কৌতূহল জাগে।
2
6
কিন্তু জানেন কি, বলা হয়, পৃথিবীতেই রয়েছে নরকের দরজা। শুনতে অবাক মনে হলেও, ওই জায়গাকে নরকের দরজাই বলা হয়ে থাকে।
3
6
তুর্কমেনিস্তান, পশ্চিম এশিয়ার দেশ। দেশের রাজধানী আশখবাদ থেকে কিছুটা দূরেই রয়েছে এই আলোচ্য স্থান।
4
6
ঘটনা ঠিক কী? জানা যায়, সেখানে মরুভূমির রয়েছে এক গর্ত, যেখানে সবসময় আগুন জ্বলে। ওই গর্ত প্রায় ২০ মিটার গভীর। প্রায় পাঁচদশক ধরে সেখানে জ্বলছে আগুন।
5
6
পাঁচদশক ধরে আগুন জ্বলা ওই গর্ত আবার আচমকা তৈরি হয়ে যায়নি। গ্যাস নিষ্কাশনের চেষ্টা চলেছিল, আর সেই কারণেই তৈরি হয় বিশাল গর্ত। ওই জায়গাকেই বলা হয় নরকের দরজা।
6
6
রাতের অন্ধকারে প্রকট হয় জ্বলন্ত আগুন। এই আগুন নিভবে কবে? কী হবে তার পরবর্তী অবস্থা, জল্পনা প্রকট তা নিয়েই।