মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ফতোয়া। আমেরিকার টেক জায়েন্ট গুগল, মাইক্রোসফট এবং অ্যাপেলের প্রতি তিনি এই ফতোয়া জারি করেছেন।
2
9
আমেরিকার মানুষরা যাতে বেশি করে কাজ করতে পারে সেদিকে নজর রেখে তিনি একটি বিশেষ কাজ করতে চলেছেন। সেখানে ভারতীয়রা কাজ হারাবেন।
3
9
বুধবার ওয়াশিংটনে ছিল জাতীয় এআই সামিট। সেখানে তিনি নিজের দেশের এই তিন টেক জায়েন্টকে একহাত নেন। তিনি বলেন, বিদেশ থেকে মানুষ এনে কাজ করানো বন্ধ করা হোক।
4
9
ট্রাম্পের আরও দাবি ছিল যেখানে নিজের দেশে আমেরিকার মানুষরা সঠিকভাবে কাজ করতে পারছেন না, সেখানে বিদেশ থেকে আর কাউকে এনে কাজ করতে দেওয়া হবে না।
5
9
মার্কিন প্রেসিডেন্টের কথায়, নিজের দেশের মানুষকে আগে কাজের সুযোগ করে দিতে হবে। তারপর যদি স্থান থাকে তাহলে সেখানে বিদেশ থেকে লোক নেওয়া হবে।
6
9
ট্রাম্পের কথায় প্রচুর ভারতীয়রা আমেরিকাতে এসে কাজ করেন। সেখানে তাদের হাতে প্রচুর টাকা চলে আসে। তবে এবার এই কাজে লাগাম পরাতে হবে। এই জায়গা এবার আগে দিতে হবে মার্কিন নাগরিকদের।
7
9
এআই নিয়ে বলতে গিয়ে ট্রাম্প বলেন, প্রযুক্তিকে এমনভাবে কাজে লাগানো হবে যেখানে আমেরিকা সবার আগে থাকবে। তবে কোনওভাবেই যেন প্রযুক্তির দাস না হয়ে যায়।
8
9
মার্কিন টেক প্রতিষ্ঠানগুলিতে ভারতীয়রা একটি বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে থাকে। বিশেষ করে বেঙ্গালুরু এবং হায়দরাবাদ থেকে প্রচুর ভারতীয়রা মার্কিন দেশে পাড়ি দেন।
9
9
তবে ট্রাম্পের এই কথা আমেরিকাতে ভারতীয়দের কাজের বাজার অনেকটা খারাপ করে দিতে বলেই মনে করা হচ্ছে। সখানে মার্কিন দেশের ভিসা নিয়েও তৈরি হতে পারে নতুন সমস্যা।