কেউ কেউ কর্মক্ষেত্রে সিনিয়রদের থেকে সাহায্য পাবেন, কারও আবার চাপ কমাতে প্রয়োজন বিশ্রামের। ২ ডিসেম্বর কোন রাশির কেমন যাবে, কার জন্য আজকের দিন কী সাজিয়ে রেখেছে জেনে নিন।
2
13
মেষ: পারিবারিক ঝামেলা পোহাতে হতে পারে। কিন্তু বুঝেশুনে কথা বললে বিপদ এড়ানো যাবে। বুঝেশুনে টাকা খরচ করবেন আজকের দিনে। রাস্তাঘাটে চলাচলের সময় সতর্ক থাকবেন। ছাত্র ছাত্রীদের বিশেষ মনোযোগের প্রয়োজন।
3
13
বৃষ: তুতো ভাইবোনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আড্ডা সম্পর্ককে আরও দৃঢ় করবে। কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন কাজের জন্য। নতুন জায়গায় বেড়াতে যেতে পারেন একঘেয়ে জীবনের ক্লান্তি কাটাতে।
4
13
মিথুন: কর্মক্ষেত্রে টিমওয়ার্ক এবং যোগাযোগ সঠিক রাখলে কাজের জন্য তা ভাল। অর্থনৈতিক দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সম্পত্তি সংক্রান্ত কোনও কাজ হওয়ার থাকলে সেটা পিছিয়ে যাবে। পরিবারে কোনও তিক্ত আলোচনা হতে পারে।
5
13
কর্কট: কর্মক্ষেত্রে সিনিয়রদের থেকে প্রশংসা পাবেন কাজের জন্য। বাস্তবে কী প্রয়োজন, কী প্রয়োজন নয় বুঝে খরচ করুন। পারিবারিক সম্পর্ক সঠিক কথপোকথনে ভাল থাকবে।
6
13
সিংহ: আপনার কাজের নিপুণতা আরও বৃদ্ধি পাবে। আর্থিক দিক উন্নতি হতে পারে। মুড ভাল করতে ছোটখাটো রোড ট্রিপে যেতে পারেন। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে সবদিক ভাল করে বিবেচনা করে, পড়ে নেবেন।
7
13
কন্যা: বড়দের পরামর্শ নিয়ে কাজ করুন। মতবিভেদে এড়িয়ে চলুন। ভবিষ্যতের কথা ভেবে খরচ করবেন। কোনও বন্ধুর থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন।
8
13
তুলা: পরিবারের কথা, বুদ্ধিতে চললে মনের মধ্যে চলা জটিলতা কাটতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হলে বুদ্ধি দিয়ে সেটা হ্যান্ডেল করুন। কোনও সম্পত্তি ভাড়ায় দিলে সেখান থেকে লাভবান হতে পারেন।
9
13
বৃশ্চিক: চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে আজ। পরিবারের সমর্থন পাবেন। বুদ্ধি, বিবেচনা দিয়ে খরচ করুন। প্রেমের সম্পর্কে গভীরতা বৃদ্ধি পাবে।
10
13
ধনু: কোনও আত্মীয়ের থেকে সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। ঘরের কোনও কাজে হাত দেওয়ার পরিকল্পনা থাকলে সেটা আপাতত স্থগিত রাখাই ভাল।
11
13
মকর: কেরিয়ারের স্ট্র্যাটেজি ঠিক করতে চাইলে সিনিয়রের পরামর্শ নিন। পরিবারের মধ্যে ভুলবোঝাবুঝির আবহ তৈরি হতে পারে। নতুন কিছু শিখতে পারেন।
12
13
কুম্ভ: পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। কর্মক্ষেত্রেও সহকর্মীদের সাহায্য পাবেন। সম্পর্কের ক্ষেত্রে জটিলতা এড়াতে সৎ থাকুন। কোনও কথা না লুকানোই বাঞ্ছনীয়।
13
13
মীন: পারিবারিক শান্তি বজায় রাখতে ভেবেচিন্তে কথা বলুন। বিশ্রাম নিন, চাপ নেওয়া কমান। বাস্তবতা বুঝে সমস্ত সিদ্ধান্ত নিন। নতুন সৃজনশীল ভাবনা আনুন কাজের ক্ষেত্রে।