চীনের হেনান প্রদেশের এক প্রবীণ মহিলা নিজের দেখাশোনা করার জন্য অনলাইনে খুঁজছেন ‘দত্তক কন্যা’। ওই মহিলা প্রতিশ্রুতি দিয়েছেন, যিনি তাঁর কন্যাসন্তান হিসেবে তাঁর যত্ন নেবে তাঁকে তিনি একটি ফ্ল্যাট, ব্যক্তিগত সম্পত্তি এবং মাসিক বেতন দেবেন।
2
6
গত ১৯ নভেম্বর এক টিভি অনুষ্ঠানে ওই মহিলা জানান, তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন তিনি। সন্তানরা কেউ তাঁর খোঁজ নেয় না। দৈনন্দিন সাহায্য ও সঙ্গ দেওয়ার জন্যই তিনি কাউকে ‘মেয়ে’ হিসেবে খুঁজছেন।
3
6
তিনি জানিয়েছেন, তাঁর দুটি ফ্ল্যাটের একটি, ব্যক্তিগত সম্পত্তি এবং মাসিক ৩,০০০ ইউয়ান (প্রায় ৩৮,০০০ টাকা) পেনশন তিনি দিতে প্রস্তুত। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে ডিভোর্সের পর আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কও বেশিরভাগই বিচ্ছিন্ন হয়ে গেছে।
4
6
তবে ওই মহিলার আইনজীবী জানিয়েছেন, তাঁর বড় মেয়ের আইনি দায়িত্ব রয়েছে মায়ের ভরণপোষণের। এই দায়িত্ব এড়ানো যায় না। তিনি আরও বলেন, কোনও মহিলা যদি মেয়ের দায়িত্ব নেন, তবে তাঁকে অবশ্যই একটি বৈধ লিগ্যাসি সাপোর্ট চুক্তিতে সই করতে হবে।
5
6
ঘটনাটি চিনা সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ আগ্রহ প্রকাশ করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন এই ব্যবস্থার বাস্তবতা নিয়ে। একজন মন্তব্য করেন, ‘যে মা নিজের বড় মেয়েকেও সম্পত্তি দিচ্ছেন না, তিনি নতুন ‘মেয়ে’কে কতটা ভালভাবে দেখবেন?’
6
6
তবে চীনে ধরনের ঘটনা নতুন নয়। এক দশকেরও বেশি আগে, ৯৪ বছর বয়সী এক চিনা মহিলা নিজের সন্তানদের বিরুদ্ধে মামলা করেছিলেন তাদের অবহেলার কারণে। ওই মামলা ২০১৩ সালে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছিল।