২০২৫ প্রায় শেষের পথে। আর কিছুদিন পরেই শুরু হবে নতুন বছর। আগামী বছরটা কেমন যাবে সেটা জানতে উদগ্রীব সকলেই। ইতিমধ্যেই একাধিক ভবিষ্যদ্বাণী প্রকাশ্যে এসেছে বিভিন্ন জ্যোতিষীর। তবে ২০২৬ নিয়ে কি বলে গিয়েছেন বাবা ভাঙ্গা? কী কী অপেক্ষা করছে আগামী বছর? ছবি- সংগৃহীত
2
6
বুলগেরিয়ার বাবা ভাঙ্গা তাঁর ভবিষ্যদ্বাণীর জন্য দারুণ জনপ্রিয়। মনে করা হয় তাঁর করা ভবিষ্যদ্বাণীর ৮৫ থেকে ৯০ শতাংশ সত্যি হয়। তিনি করোনা, ৯/১১ এর হামলা সহ প্রিন্সেস ডায়নার মৃত্যুর মতো একাধিক ঘটনার পূর্ভাবাস দিয়েছিলেন। ফলে অন্যান্য জ্যোতিষীরা ২০২৬ নিয়ে নানা মতামত জানালেও, গোটা বিশ্বের নজর বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর দিকে। ছবি- সংগৃহীত
3
6
১৯৯৬ সালে প্রয়াত হওয়া এই বুলগেরিয়ান মিস্টিক হিলার ২০২৬ নিয়ে একাধিক ভয়াবহ ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। তাঁর করে যাওয়া ভবিষ্যদ্বাণী অনুযায়ী আগামী বছরের মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে ধ্বংসলীলা। ডিসেম্বর পর্যন্ত চলবে সেই তাণ্ডব। তছনছ হবে গোটা বিশ্ব। ছবি- সংগৃহীত
4
6
২০২৬ সালে ভয়াবহ বিশ্বযুদ্ধ হতে পারে বলেই ভবিষ্যদ্বাণীতে জানিয়ে গিয়েছেন বাবা ভাঙ্গা। রাশিয়া থেকে চিন, আমেরিকা, ইউরোপের একাধিক দেশে এতে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে কি আগামী বছরই তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটতে চলেছে? তেমনই ইঙ্গিত দিয়ে গিয়েছেন বাবা ভাঙ্গা। ছবি- সংগৃহীত
5
6
এপ্রিল-জুন মাস থেকে তাণ্ডবলীলা চালাবে প্রকৃতি। ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ঘটবে মুহুর্মুহু। একাধিক জায়গায় বদলে যাবে আবহাওয়া। ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীর ৭ থেকে ৮ শতাংশ জায়গা। এর বিস্তর প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতিতে। ছবি- সংগৃহীত
6
6
টেকনোলজি এবং মহাকাশ বিজ্ঞানেও একাধিক বদল ঘটবে ২০২৬ সালে। নভেম্বর-ডিসেম্বর নাগাদ, এক বিরাটাকার বহির্বিশ্বের বস্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। ছবি- সংগৃহীত