প্রেম, বিরহ, কষ্ট কিংবা আনন্দ-সব অনুভূতির সঙ্গেই যেন তাঁর কণ্ঠ জড়িয়ে রয়েছে। বর্তমানে বলিউড হোক কিংবা টলিউড আবেগঘন গানের কথা উঠলে প্রথমেই যার নাম আসে তিনি অরিজিৎ সিং। কিন্তু মঙ্গলবার ২৭ জানুয়ারি রাতে হঠাৎই প্লেব্যাক সঙ্গীত থেকে অবসর ঘোষণা করলেন এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় গায়ক। যা নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছে।
2
10
কেরিয়ারের মধ্যগগনে কেন অরিজিৎ সিংয়ের এই সিদ্ধান্ত, স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন। ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও উদ্বেগ।
3
10
অরিজিতের এই সিদ্ধান্তের পেছনে শুধু ব্যক্তিগত কারণ নয়, জ্যোতিষশাস্ত্রও এবিষয়ে একটি বড় ব্যাখ্যা দিয়েছে।
4
10
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, আরিজিতের জন্মকুন্ডলিতে জলতত্ত্বের প্রভাব খুব বেশি। এই ধরনের মানুষ সাধারণত ভীষণ আবেগপ্রবণ, সংবেদনশীল এবং সৃজনশীল হন।
5
10
অরিজিতের কুন্ডলিতে একাধিক গুরুত্বপূর্ণ গ্রহ মীন রাশিতে অবস্থান করছে, যা তাকে এক অবেগপ্রবণ শিল্পীতে পরিণত করেছে।
6
10
একইসঙ্গে জ্যোতিষশাস্ত বলছে, অতিরিক্ত কাজ ও চাপ এই ধরনের মানুষের উপর মানসিক প্রভাব ফেলে। দিনের পর দিন একই ধাঁচের কাজ করলে তারা মানসিক ক্লান্তি ও শূন্যতা অনুভব করেন।
7
10
জ্যোতিষ মতে, বর্তমানে অরিজিতের উপর শনিগ্রহের প্রভাব চলছে। শনি এমন একটি গ্রহ যা মানুষকে ধীরে চলতে, নিজেকে নতুন করে ভাবতে এবং অপ্রয়োজনীয় কাজ থেকে সরে আসতে শেখায়। তাই এই সময়টিতে গায়ক হয়তো নিজের জীবনে একটু বিরতি চাইছেন।
8
10
এছাড়া রাহু-কেতুর প্রভাবও গুরুত্বপূর্ণ। কেতু মানুষকে খ্যাতি ও বাহ্যিক সাফল্যের মোহ থেকে দূরে সরিয়ে আধ্যাত্মিকতা ও আত্মবিশ্লেষণের দিকে নিয়ে যায়। এর ফলেই হয়তো অরিজিত জনপ্রিয়তার দৌড় থেকে নিজেকে কিছুটা আলাদা রাখতে চাইছেন।
9
10
অন্যদিকে, রাহু দ্রুত সাফল্য ও ভিড়ের প্রতিযোগিতার প্রতীক, যা অরিজিতের শান্ত ও সংবেদনশীল স্বভাবের সঙ্গে পুরোপুরি মানানসই নয়।
10
10
যদিও এই বিষয়কে কোনওভাবেই অরিজিতের কেরিয়ারের শেষ বলা যায় না। বরং জ্যোতিষ অনুযায়ী, এটি তার জীবনের এক নতুন অধ্যায়। সামনে তিনি হয়তো স্বাধীন অ্যালবাম, ব্যক্তিগত মিউজিক প্রজেক্ট, অন্য ধরনের গান কিংবা নতুন শিল্পীদের গড়ে তোলার কাজে বেশি মন দেবেন। এতে তার সৃষ্টিশীলতা আরও গভীর ও পরিণত হবে বলে মত জ্যোতিষ বিশেষজ্ঞদের।