'ফির মহব্বত' গানের হাত ধরে বলিউড সফর শুরু, 'তুম হি হো' এনে দেয় খ্যাতি। মুম্বইয়ের ভাড়া বাড়ি থেকে বর্তমানে ৮ কোটি টাকার ফ্ল্যাটের মালিক তিনি। আর কী কী রয়েছে তাঁর ঝুলিতে? ফিল্মফেয়ার সহ কী কী পুরস্কার পেয়েছেন অরিজিৎ সিং জেনে নিন। ছবি- সংগৃহীত
2
5
অরিজিৎ সিং কমবেশি ৪১৪ কোটি টাকার সম্পত্তির মালিক। লাইভ কনসার্ট থেকে ব্র্যান্ডের বিজ্ঞাপন, ছবির প্লেব্যাক, সহ বিভিন্ন উপায়ে তিনি উপার্জন করেন। রিপোর্ট অনুযায়ী তাঁর বার্ষিক আয় প্রায় ৭০ কোটি টাকার কাছাকাছি। ছবি- সংগৃহীত
3
5
অরিজিৎ সিংয়ের একটি ৮ করি টাকার বাড়ি রয়েছে নবি মুম্বইয়ে ও। ৩.৪ কোটি টাকার বিলাসবহুল গাড়ি যেমন রেঞ্জ রোভার, মার্সিডিজ, ইত্যাদির মালিক তিনি। এছাড়া জিয়াগঞ্জের বাড়ি তো আছেই। রয়েছে একটি হোটেল, যেখানে ৪০ টাকার বিনিময়ে খাবার পাওয়া যায়। ছবি- সংগৃহীত
4
5
অরিজিৎ সিং দু'টো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 'বিনতে দিল' এবং 'কেশারিয়া'র জন্য। এছাড়া ৮টি ফিল্মফেয়ার পেয়েছে তাঁর ঝুলিতে। এছাড়া ২০২৫ সালে পদ্মশ্রী পেয়েছেন তিনি। ছবি- সংগৃহীত
5
5
টানা ৭ বছর ধরে তিনি স্পটিফাইয়ে সবথেকে বেশিবার শোনা ভারতীয় শিল্পী হয়েছেন। ২০২৬ সালের জানুয়ারির নিরিখে এই প্ল্যাটফর্মে তিনি হলেন সেই শিল্পী যাঁকে সবথেকে বেশি সংখ্যক মানুষ ফলো করেন। ছবি- সংগৃহীত