জিয়াগঞ্জে এখনও তিনি স্কুটি চেপেই ঘুরে বেড়ান। সেখান থেকে মুম্বইয়ের সফরটা মোটেই সহজ বা মসৃণ ছিল না। ফেম গুরকুল থেকে ভারতের অন্যতম চর্চিত এবং জনপ্রিয় গায়ক হওয়ার পথ কেমন ছিল অরিজিৎ সিংয়ের জেনে নিন সেটাই। ছবি- সংগৃহীত
2
6
১৯৮৭ সালের ২৫ এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন অরিজিৎ সিং। মাত্র ১৮ বছর বয়সে ২০০৫ সালে অংশ নেন ফেম গুরুকুল রিয়েলিটি শোতে। গুর রাজেন্দ্র প্রসাদ হাজারির অনুপ্রেরণায় অংশ নিয়েছিলেন এখানে। সেই প্রতিযোগিতা জেতা হয়নি তাঁর। কিন্তু, এই প্রতিযোগিতাই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ছবি- সংগৃহীত
3
6
মুম্বইয়ে ভাড়া বাড়িতে থেকে লম্বা সময় কঠোর পরিশ্রম করেন। একটা সময় নজরে পড়েন সঞ্জয় লীলা বনশালির। তবুও সংগ্রাম জারি ছিল। গায়ক হিসেবে আত্মপ্রকাশ করার আগে দীর্ঘ সময় মিউজিক প্রোগ্রামার হিসেবে কাজ করেন। তৈরি করেন নিজের স্টুডিও। ছবি- সংগৃহীত
4
6
এই সময় অরিজিৎ সিং কাজ করেন শঙ্কর এহসান লয়, মিঠুন, প্রীতম, বিশাল শেখরের মতো তাবড় তাবড় শিল্পীদের সঙ্গে। কাজের ফাঁকে ফাঁকে শিখতে থাকেন। অরিজিৎ সিং নিজে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি তাঁর গলাকে চেষ্টা এবং রেওয়াজের মাধ্যমে ভেঙে, নতুন করে গড়েছেন। ছবি- সংগৃহীত
5
6
এরপর তিনি 'মার্ডার ২' ছবির হাত ধরে ২০১১ সালে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। 'ফির মহব্বত' গানটি হিট হয়। কিন্তু অরিজিৎ সিংয়ের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 'আশিকি ২' ছবির 'তুম হি হো'। গানটি কেবল ব্লকবাস্টার হয়েছিল যে সেই সময় সেটা নয়, রীতিমত আলোড়ন ফেলেছিল। ছবি- সংগৃহীত
6
6
১৫ বছর হিন্দি, বাংলা সহ বিভিন্ন ভাষায় কাজ করেছেন। এড শিরানের সঙ্গে কোলাব করেছেন। শীঘ্রই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। বলা যায় দুই হাত উজাড় করে ভারতীয় বিনোদন জগৎকে দিয়েছেন অরিজিৎ সিং। এবার তিনি প্লেব্যাক থেকে অবসর নিলেন। কিন্তু গান বানানোর কাজ চালিয়ে যাবেন। ছবি- সংগৃহীত