‘রং দে বসন্তি’ – প্রথমে আমির খানের নয়, শাহরুখ খানের কাছেই গিয়েছিল ছবির প্রস্তাব। কিন্তু ব্যস্ততার কারণে ডেট না মেলায় শাহরুখ রাজি হতে পারেননি, পরে সেই চরিত্রই পেয়েছিলেন আমির।
2
7
‘লগান’ – আবারও আমির! ‘লগান’-এর নায়ক ভূবনের চরিত্রটিও নাকি প্রথমে অফার করা হয়েছিল শাহরুখকেই। তবে ‘কিং খান’ চিত্রনাট্যে পুরোপুরি আশ্বস্ত হননি, তাই ছবিটা আর করেননি।
3
7
‘থ্রি ইডিয়টস’ – রাজকুমার হিরানির এই আইকনিক ছবিতে ‘র্যা ঞ্চো’র ভূমিকায় প্রথম পছন্দ ছিলেন সেই শাহরুখ। কিন্তু তখন শুটিং শিডিউল জটিলতা ও হঠাৎ চোটের কারণে তিনি ছবিটি করতে পারেননি। তাঁর জায়গায় আসেন আমির খান। বাকিটা ইতিহাস!
4
7
‘মুন্না ভাই এমবিবিএস’ – সঞ্জয় দত্তের ‘মুন্নাভাই’ চরিত্রে প্রথমে সই করেছিলেন শাহরুখ খান! এমনকী ছবির চিত্রনাট্য না শুনেই হ্যাঁ বলেছিলেন। কিন্তু আচমকা চোট পাওয়ায় তাঁকে এই ছবি থেকে সরে যেতে হয়।
5
7
‘এক থা টাইগার’ – কবীর খানের এই স্পাই থ্রিলারে সলমনের জায়গায় ‘টাইগার’ হিসেবে প্রথম পছন্দ ছিলেন শাহরুখ! কিন্তু সৃজনশীল মতভেদ ও শুটিংয়ের সময় না মেলায় শেষমেশ ‘কিং খান’ পিছিয়ে যান।
6
7
‘জোধা আকবর’ – আশুতোষ গোয়ারিকরের এই ঐতিহাসিক ছবিতে ‘আকবর’-এর চরিত্রে প্রথমে যোগাযোগ করা হয়েছিল শাহরুখের সঙ্গে। কিন্তু অজানা কারণে বিষয়টি আর এগোয়নি।
7
7
‘স্লামডগ মিলিয়নেয়ার’ – ড্যানি বয়েলের এই অস্কারজয়ী ছবিতে টেলিভিশন সঞ্চালক ‘প্রেম কুমার’-এর চরিত্রটি অফার করা হয়েছিল শাহরুখ খানকেই। কিন্তু ব্যস্ততার জন্য ছবিটি করতে পারেননি তিনি। তাঁর বদলে সে ভূমিকায় অভিনয় করেন অনিল কাপুর।