আজকাল ওয়েবডেস্ক: সিনেমা ভালবাসেন আর মীরা নায়ারকে চেনেন না এমন মানুষ কমই আছেন। ‘সালাম বম্বে’ থেকে ঝুম্পা লাহিড়ীর বই-এর অনুপ্রেরণায় তৈরি ‘দ্য নেমসেক’, একের পর এক ছবিতে দর্শকদের মন জয় করেছেন মীরা। বর্তমানে মীরা নায়ার মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আর তাঁর ছেলে জোহরান মামদানি-ই এবার নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক পার্টির মেয়র পদপ্রার্থী।

 

বামপন্থী জোহরানের বয়স মাত্র ৩৩। ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত নিউ ইয়র্ক। কাজেই খুব বড় অঘটন না ঘটলে তিনিই হতে চলেছেন বিশ্বের অন্যতম বড় শহরের সর্বোচ্চ পদাধিকারী। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে চলেছেন তিনি।

 

বরাবরই সোজা কথা বলতে পছন্দ করেন জোহরান। পিতৃসূত্রে তিনি গুজরাটি। সেই প্রসঙ্গ উঠতেই প্রকাশ্যে মোদিকে ‘অপরাধী’ বলে অভিহিত করেছিলেন তিনি। ছেলের সাফল্যে যারপরনাই খুশি মা মীরা। নিউ ইয়র্কবাসীর কাছে তাঁর আবেদন, “একজন মায়ের কথা শুনুন। যদি আপনারা একজন প্রগতিশীল মানুষকে মেয়র হিসাবে চান, তাহলে আমার ছেলেকে ভোট দিন।” প্রসঙ্গত, দেশের বাইরে থাকলেও ভারতীয় ছবি নিয়ে উৎসাহের অন্ত নেই মীরা। কিছুদিন আগেই পায়েল কাপাডিয়ার অল উই ইমাজিন অ্যাজ লাইট থেকে কিরণ রাও-এর লাপাতা লেডিজ, একাধিক ভারতীয় ছবির প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখে।

?ref_src=twsrc%5Etfw">June 25, 2025