টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
প্রাক্তনকে তোপ দাগলেন যুজবেন্দ্র
ক্রিকেট তারকা যুজবেন্দ্র চাহাল সম্প্রতি তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার প্রতি কটাক্ষ করে একটি পোস্ট করেছেন বলে জল্পনা সৃষ্টি হয়েছে। দিল্লি হাইকোর্টের একটি রায়কে উল্লেখ করে তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে বলা হয়েছে যে "আর্থিকভাবে স্বাবলম্বী স্ত্রীরা তাঁদের স্বামীদের কাছে খোরপোশ দাবি করতে পারেন না।" স্ক্রিনশটটির সঙ্গে চাহাল হিন্দিতে লেখেন, "মা কসম খাও, এই সিদ্ধান্ত থেকে সরবে না," যার বাংলা অনুবাদ হল, "মায়ের দিব্যি কেটে বলো, এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবে না।" যদিও পোস্টটি দ্রুত মুছে ফেলা হয়, তবে এর স্ক্রিনশট ততক্ষণে ভাইরাল হয়ে যায়। অনেক অনুরাগী চাহালের এই পোস্টকে ধনশ্রীর সঙ্গে তাঁদের বিচ্ছেদের সময়কার খোরপোশের গুজব ৪ কোটি টাকার দিকে ইঙ্গিত বলে মনে করছেন। যদিও বিচ্ছেদের সময় খোরপোষের সঠিক পরিমাণ নিয়ে কোনো পক্ষই নিশ্চিতভাবে কিছু জানায়নি, তবে এই পোস্টটি নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনা শুরু করেছে। কেউ কেউ চাহালের 'সাহসী রসিকতা'র প্রশংসা করেছেন, আবার কেউ কেউ তাঁকে বিষয়টি মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন।
আমিরকে কটাক্ষ অভিনবের
চলচ্চিত্র পরিচালক অভিনব কাশ্যপ সম্প্রতি বলিউড সুপারস্টার আমির খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। 'দাবাং'-এর পরিচালক আমির খানকে ইন্ডাস্ট্রির "সবচেয়ে চালাক শেয়াল" বলে আখ্যা দিয়েছেন। একটি সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ দাবি করেন, আমির খান অত্যন্ত কৌশলী এবং তিনি নিজের কাজ হাসিল করার জন্য সহকর্মী ও নির্মাতাদের প্রভাবিত করেন। কাশ্যপের মতে, আমির খান তাঁর প্রকল্পের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে চান এবং এই কারণে তিনি তার সহকর্মীদের সৃজনশীলতা নষ্ট করে দেন। অভিনব কাশ্যপ আরও বলেন যে, আমির খান বিজ্ঞাপনচিত্রের কাজের সময়ও তাঁকে অনেক প্রভাবিত করেছিলেন। তিনি আমিরের অতিরিক্ত পারফেকশনিজম-কে ক্লান্তিকর বলেও অভিহিত করেছেন, যেখানে ২৫টি টেক নেওয়ার পরেও প্রথম ও শেষের টেক-এর মধ্যে তেমন কোনও পার্থক্য থাকে না। কাশ্যপ প্রশ্ন তোলেন যে, কেন প্রথম সারির পরিচালকরা আমিরের এই হস্তক্ষেপ সত্ত্বেও বারবার তাঁর সঙ্গে কাজ করেন। তিনি 'দঙ্গল'-এর প্রসঙ্গ টেনে আমিরের সামাজিক দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এই বিস্ফোরক মন্তব্যের জেরে বলিউডে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ক্ষোভ উগড়ে দিলেন হিনা

অভিনেত্রী হিনা খান সম্প্রতি 'বিগ বস ১৯'-এর একটি পর্বে হওয়া একটি ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। মূলত, নমিনেশন টাস্ক চলাকালীন প্রতিযোগী ফারহানা ভাট অপর প্রতিযোগী আশনূর কৌরকে তাঁর টেলিভিশন কেরিয়ার নিয়ে কটাক্ষ করেন। ফারহানা আশনূরকে ছোট করে বলেন যে তিনি ধারাবাহিকে কাজ করতে আগ্রহী ছিলেন না এবং তাঁর (আশনূরের) এখনও অনেক কিছু শেখার বাকি আছে। ফারহানার এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন 'বিগ বস ১১'-এর রানার-আপ হিনা খান। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ (আগের টুইটার) ফারহানাকে তীব্র আক্রমণ করেন। হিনা প্রশ্ন তোলেন, ভারতের এই বৃহত্তম রিয়্যালিটি শো কি প্রেক্ষাগৃহে মুক্তি পায়? তাঁর মতে, টেলিভিশন ইন্ড্রাস্ট্রির মন অনেক বড় বলেই যে কেউ তারকা হতে পারে। তিনি আরও বলেন, যারা নিজেকে বড় প্রমাণ করতে চায় তারা এ ধরনের মন্তব্য করে। সব মাধ্যমের প্রতি সম্মান থাকা উচিত এবং "খালি কলসি শুধু শব্দই করে।" পরে অবশ্য হিনা তাঁর কিছু পোস্ট ডিলিট করে দেন। এই বিষয়ে নেটিজেনরাও হিনার মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন।
