নিজস্ব সংবাদদাতা: ফের জুটি বাঁধছেন 'সাত্যকি' আর 'ঊর্মি'। 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের পর আবারও একবার জি বাংলার পর্দায় একসঙ্গে দেখা যাবে ঋত্বিক মুখোপাধ্যায় এবং অন্বেষা হাজরাকে। নতুন ধারাবাহিক 'আনন্দী'র প্রোমো প্রকাশ্যে আসতেই দারুণ খুশি অনুরাগীরা।
'সাত্যকি-ঊর্মি' জুটিকে আজও ভোলেননি দর্শক। তবে এত তাড়াতাড়ি যে আবার ছোটপর্দায় দু'জনকে একসঙ্গে দেখতে পাবেন, তা আশা করেননি কেউই। জি বাংলার নতুন ধারাবাহিক 'আনন্দী'তে চিকিৎসকের চরিত্রে থাকছেন ঋত্বিক এবং নার্সের চরিত্রে অন্বেষা। 'ঊর্মি'র মতোই এবারও বেশ হাসিখুশি চরিত্রে দেখা যাচ্ছে 'আনন্দী'কে। ডাক্তারবাবুর ঠাকুমাকে ইনজেকশন দিতে বাড়িতে পা রাখছে 'আনন্দী'। শেখাচ্ছে কীভাবে ভালবেসে রোগ সারানো যায় এবং মন ভাল রাখা যায়। প্রথম প্রোমোয় দেখা যাচ্ছে, অসাধ্য সাধন করে ফেলেছে 'আনন্দী'। যেখানে ডাক্তার নাতি ফেল, সেখানে ঠাকুমাকে হাসিমুখে ইনজেকশন দিয়ে ফেলছে সে। লুডো খেলার মাঝেই নিজের কাজ সেরে নিচ্ছে সে। এই দৃশ্য দেখার পর অবশ্য অনেকেই জনপ্রিয় হিন্দি ছবি 'মুন্নাভাই এমবিবিএস'-এর সঙ্গে তুলনা টানছেন।
কারণ, সেখানেও ভালবেসে রোগ সারানোর কথা বলতেন 'মুন্নাভাই'। শুধু তাই নয়, ছবিতে দেখানো হয়েছিল ক্যারাম খেলার মাঝে কীভাবে এক প্রবীণ রোগীকে ওষুধ খাইয়ে দিয়েছিলেন তিনি। এই ধারাবাহিকে 'আনন্দী'ও যেন ঠিক সেই জাদুটাই করে ফেলল। তবে হাসিখুশি পারিবারিক গল্প নিয়েই যে এই ধারাবাহিক প্রথম প্রোমোতেই তা বেশ স্পষ্ট।
