সংবাদসংস্থা মুম্বই : নিভৃতবাস পছন্দ করতেন শ্রীদেবী। সম্প্রতি, "ময়দান" ছবির প্রচারে এসে সুপারস্টার শ্রীদেবীর "বায়োপিক" নিয়ে মুখ খুললেন পরিচালক বনি কাপুর।
এই মুহূর্তে "ময়দান" নিয়ে ব্যস্ত বনি। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগণ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি, গজরাজ রাও , রুদ্রনীল ঘোষ ও অমর্ত্য রায়। অমিত রবিন্দরনাথ শর্মা দ্বারা পরিচালিত, এবং জি স্টুডিও, বনি কাপুর, অরুণাভ জয় সেনগুপ্ত এবং আকাশ চাওলা দ্বারা প্রযোজিত, ছবিটি আগামী ১০ এপ্রিল, ২০২৪-এ মুক্তি পাবে। এই বায়োগ্রাফিতে ফুটে উঠবে ফুটবল কোচ সায়েদ আবদুল রহিমের বর্ণময় জীবন। ছবির প্রচার অনুষ্ঠানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বনিকে। অনেকেই তাঁর কাছ থেকে জানতে চেয়েছেন, তিনি শ্রীদেবীর বায়োপিকের কথা ভাবছেন কিনা। সেই প্রসঙ্গে প্রযোজক-অভিনেতা বলেন, "নিজের জীবনকে চিরকাল ব্যক্তিগত রেখেছিলেন শ্রীদেবী। এবং আমার মনে হয় সেটা ব্যক্তিগত রাখাই উচিত।" প্রযোজক বলেন, "আমি যতদিন বেঁচে আছি, শ্রীদেবীর বায়োপিক হতে দেব না।"
"চাঁদনী", "চালবাজ", "সদমা", "ইংলিশ ভিংলিশ"- একাধিক ছবিতে নিজেকে প্রমাণ করেছেন শ্রীদেবী। তিনি একটি মর্যাদাপূর্ণ উত্তরাধিকার রেখে গিয়েছেন। ২৪ ফেব্রুয়ারী, ২০১৮- সকলকে চমকে দিয়েছিল তাঁর মৃত্যু সংবাদ। শুধু পরিবার নয়, তাঁর অগণিত অনুরাগীরাও শোকাহত হয়েছিল এই খবরে। তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য। অনেকেই অনুমান করেছিলেন হয়তো তাঁর জীবনকে আরও কাছ থেকে দেখতে পাবেন বায়োপিকের মাধ্যমে। তবে সে আশা অপূর্ণই থেকে যাবে হয়তো।
এই মুহূর্তে "ময়দান" নিয়ে ব্যস্ত বনি। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগণ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি, গজরাজ রাও , রুদ্রনীল ঘোষ ও অমর্ত্য রায়। অমিত রবিন্দরনাথ শর্মা দ্বারা পরিচালিত, এবং জি স্টুডিও, বনি কাপুর, অরুণাভ জয় সেনগুপ্ত এবং আকাশ চাওলা দ্বারা প্রযোজিত, ছবিটি আগামী ১০ এপ্রিল, ২০২৪-এ মুক্তি পাবে। এই বায়োগ্রাফিতে ফুটে উঠবে ফুটবল কোচ সায়েদ আবদুল রহিমের বর্ণময় জীবন। ছবির প্রচার অনুষ্ঠানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বনিকে। অনেকেই তাঁর কাছ থেকে জানতে চেয়েছেন, তিনি শ্রীদেবীর বায়োপিকের কথা ভাবছেন কিনা। সেই প্রসঙ্গে প্রযোজক-অভিনেতা বলেন, "নিজের জীবনকে চিরকাল ব্যক্তিগত রেখেছিলেন শ্রীদেবী। এবং আমার মনে হয় সেটা ব্যক্তিগত রাখাই উচিত।" প্রযোজক বলেন, "আমি যতদিন বেঁচে আছি, শ্রীদেবীর বায়োপিক হতে দেব না।"
"চাঁদনী", "চালবাজ", "সদমা", "ইংলিশ ভিংলিশ"- একাধিক ছবিতে নিজেকে প্রমাণ করেছেন শ্রীদেবী। তিনি একটি মর্যাদাপূর্ণ উত্তরাধিকার রেখে গিয়েছেন। ২৪ ফেব্রুয়ারী, ২০১৮- সকলকে চমকে দিয়েছিল তাঁর মৃত্যু সংবাদ। শুধু পরিবার নয়, তাঁর অগণিত অনুরাগীরাও শোকাহত হয়েছিল এই খবরে। তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য। অনেকেই অনুমান করেছিলেন হয়তো তাঁর জীবনকে আরও কাছ থেকে দেখতে পাবেন বায়োপিকের মাধ্যমে। তবে সে আশা অপূর্ণই থেকে যাবে হয়তো।
