সংবাদসংস্থা মুম্বই: ২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা অভিনীত ছবি 'রাউডি রাঠৌর'। প্রভু দেবার পরিচালনায় ও সঞ্জয় লীলা বনশালির সহ প্রযোজনায় এই ছবি দারুণ সাড়া ফেলেছিল দর্শক মহলে। 

 

এর আগেই খবর এসেছিল ছবির সিক্যুয়েল আসতে চলেছে। কিন্তু 'রাউডি রাঠৌর ২'-এর জন্য নাকি রাজি হননি অক্ষয় কুমার। সেই সময় জানা গিয়েছিল, এবার নতুন 'রাউডি' হিসাবে দেখা যেতে পারে বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। কিন্তু এবার শোনা যাচ্ছে অন্য খবর। ফের একবার 'রাউডি' হতে নাকি প্রস্তুত 'খিলাড়ি কুমার'। 

 

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় আসছে 'রাউডি রাঠৌর ২'। আর এই ছবিতেই আরও একবার পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিতে পারেন অক্ষয়। এই মুহূর্তে ছবির চিত্রনাট্য তৈরি বলেই খবর। জানা যাচ্ছে, ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে থাকতে পারেন আরও এক বলি অভিনেতা। 'রাউডি রাঠৌর'-এ অক্ষয়ের নায়িকা হিসাবে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে। তবে ছবির দ্বিতীয় ভাগে নায়িকার চরিত্রে সোনাক্ষীই থাকবেন কিনা তা এখনও চূড়ান্ত করেননি নির্মাতা। ইতিহাস, জীবনকাহিনির পর এবার ভরপুর অ্যাকশন থ্রিলার ছবির পরিচালনায় সঞ্জয় লীলা বনশালি যে বড়সড় ধামাকা দিতে চলেছেন, তা বলাই যায়।

 

 

কিন্তু সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের সূত্রে খবর, এই ছবি শুরুর নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই। তবে ভাবনা চিন্তা চলছে ছবির এমনটাই জানা যাচ্ছে।