নতুন নেটফ্লিক্স শো ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’–এ দেখা যাবে কাপুর পরিবারের এক বিরল, অদেখা দিক। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রণবীর কাপুর, করিনা কাপুর খান, করিশ্মা কাপুর থেকে শুরু করে নীতু কাপুর, রণধীর কাপুর, আরমান এবং আদার জৈন– সকলেই। পারিবারিক নৈশভোজে বসে হবে খোলামেলা আড্ডা এবং আলাপচারিতা।

রণবীরের স্ত্রী আলিয়া ভাট এই বিশেষ পর্বের অংশ নন। শোয়ের ট্রেলার প্রকাশের পরই বহু দর্শক লক্ষ্য করেন, করিনা কাপুরের স্বামী সাইফ আলি খান শোয়ে থাকলেও কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া নেই। তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনাও শুরু হয়।

রাজ কাপুরের মেয়ে রিমা জৈনের ছেলে এবং করিশ্মা, কারিনা ও রণবীর কাপুরের  তুতো ভাই আরমান জৈন—যিনি এই শোয়ের নির্মাতা—এক সাক্ষাৎকারে আলিয়ার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, “ওর আগেই শুটিং–সংক্রান্ত প্রতিশ্রুতি ছিল। আমাকে হয়তো ফিল্মি শোনাবে, কিন্তু রাজ কাপুর যেমন বলেছেন, ‘কাজই উপাসনা।’”

শোয়ের পরিচালক স্মৃতি মৃন্ধ্রা বলেন, “এই পরিবার সম্পর্কে একটি বিষয় খুব স্পষ্ট—তাঁরা সবাই কাজপাগল এবং নিজেদের কাজকে ভীষণ ভালবাসেন। যতটা সম্ভব সকলে একসঙ্গে হওয়ার চেষ্টা করেন, কিন্তু কাজের কারণে এক–দু’জনের অনুপস্থিতি মাঝেমধ্যেই ঘটে—এবং সেটি পরিবারে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য।”
ভারতের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে সফল পরিবার হিসেবে বিবেচিত কাপুর বংশের খ্যাতির যাত্রার সূচনা করেন পৃথ্বীরাজ কাপুর—যিনি তিন এবং চারের দশকে ভারতীয় সিনেমার প্রথম দিকের অন্যতম তারকা। তাঁর তিন পুত্র—রাজ কাপুর, শামি কাপূর এবং শশী কাপুর—তিনজনই ছিলেন নিজেদের সময়ে সুপারস্টার। রাজ কাপুরের ছেলে ঋষি, রণধীর এবং রাজীব কাপুরও চলচ্চিত্র জগতে অভিনেতা হিসাবে কাজ করেছেন। সাফল্য পেয়েছেন। ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’ নেটফ্লিক্সে ২১ নভেম্বর মুক্তি পাবে।

শোয়ের পোস্টার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে নানা প্রশ্ন। অনেকে অবাক — রণবীরের স্ত্রী এবং এখন কাপুর পরিবারেরই সদস্য আলিয়া ভাটকে কেন পোস্টারে রাখা হয়নি? কেউ কেউ বলছেন, হয়তো পোস্টারে শুধুমাত্র কাপুর পরিবারের রক্তসম্পর্কিত সদস্যদেরই রাখা হয়েছে, জীবনসঙ্গীদের নয়। তাই অনুপস্থিত করিনা কাপুরের স্বামী সইফ আলি খান, আরমানের স্ত্রী অনীশা মালহোত্রা জৈন এবং ঋদ্ধিমার স্বামী ভরত সাহনিও।

তবে দর্শকদের চোখে পড়েছে আরেকটা বিষয়— সইফ-অনীশা-ভরতদের নাম ক্যাপশনে উল্লেখ থাকলেও আলিয়ার নাম একেবারেই নেই। এক নেটিজেন লিখেছেন, ‘আলিয়া ভাট কোথায়?’  অন্য জনের মন্তব্য, ‘নীতু কাপুর যদি থাকতে পারেন, তবে আলিয়া কেন নয়? ’ কেউ আবার বলেছেন, “আলিয়া তো এখন কাপুর পরিবারেরই অংশ, ওকে না রাখা ঠিক হয়নি।”

আরমানের কথায়, “কাপুর পরিবারকে একসঙ্গে টেবিলের চারপাশে বসানো মানেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে গল্প, হাসি, কোলাহল আর অফুরন্ত খাবারের আয়োজন। ‘ডাইনিং উইথ দ্যা কাপুরস’ আমার দাদু রাজ কাপুরকে শ্রদ্ধা জানানো এবং আমাদের পরিবারের চিরন্তন বন্ধন উদযাপনের এক উপায়।”