২০১০ সালের ১৪ অক্টোবর। ১৫ বছর আগে টলিউডের তিন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ ও দেব-এর জন্য বিশেষ এক দিন ছিল।  টলিউড সাক্ষী থেকে ছিল এক পরিবর্তনের, এক বদল এসেছিল বাংলা সিনেপ্রেমীদের জীবনেও। তবে জানেন কি এই তিন তারকার কাছে কেন এদিন এতটা বিশেষ?
 
এদিন মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'অটোগ্রাফ'। প্রসেনজিৎ সকলের কাছে হয়ে উঠেছিলেন প্রথমবার অরুণ চট্টোপাধ্যায় বা টলিউড ইন্ডাস্ট্রি। এক অন্য প্রসেনজিৎকে দর্শকেরা পেয়েছিলেন এই বিশেষ দিনে। শুধু তাই নয়, নতুন এক পরিচালককেও পান দর্শক। প্রথম ছবির মাধ্যমে দর্শকের অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন সৃজিত মুখোপাধ্যায়। আর  বাকিটা ইতিহাস। 

 

অন্যদিকে, এই একই দিনে মুক্তি পায় রাজ চক্রবর্তীর পরিচালনায় 'দুই পৃথিবী'। যেখানে প্রথমবার দর্শকেরা একসঙ্গে দেখতে পান টলিউডের দুই সুপারস্টার দেব ও জিতকে। প্রথমবার একসঙ্গে একই ছবিতে দু'জনে অভিনয় করেন, যা প্রশ্রংসিত হয়েছিল দর্শক মহলে। আজও 'দুই পৃথিবী ২' কি আসবে, আজও দর্শকের মনে প্রশ্ন রয়েছে। শুধু তাই নয়, এই ছবির মতো আবার কবে একসঙ্গে দেখা যাবে দেব ও জিৎকে,  সেই প্রশ্নও ঘুরপাক খায় বাংলা সিনেপ্রেমীদের মনে। যদিও উত্তর অজানা। 

এসভিএফ প্রযোজনা সংস্থার এই দুই ছবি মুক্তি পায় একই দিনে। এই স্মৃতিকে খানিকটা উস্কে দিয়েছেন প্রযোজক শ্রীকান্ত মোহতা। আজ কয়েক ঘন্টা আগে সমাজমাধ্যমে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে একটি ছবি ভাগ করে তিনি লেখেন, 'দারুন বড় কিছু আসতে চলেছে।' এই বিশেষ দিনে এমন একটি ছবি দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসেছে, তবে কি রাজ চক্রবর্তীর পরিচালনায় অবশেষে হতে চলেছে 'দুই পৃথিবী ২'? অর্থাৎ আবার রাজের পরিচালনায় দেব-জিৎ জুটি? উত্তর অবশ্য বলবে সময়।

অন্যদিকে, এই বিশেষ দিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছেও খুব কাছের। দর্শকদের কাছে নিজের ইমেজ বদলে নতুন করে আসা তাঁর জন্যও যেন এক কেরিয়ারে নতুন শুরু ছিল। সমাজমাধ্যমে বুম্বা দা লেখেন, "অটোগ্রাফ- ১৫ বছর আগে এক তরুণ পরিচালকের স্বপ্ন, আর আমাদের সবার ভালোবাসা মিলে তৈরি হয়েছিল এক ইতিহাস। ধন্যবাদ  সৃজিত মুখার্জীকে, সাথে এসভিএফ-কে যে এই ছবির মাধ্যমে বাংলা সিনেমায় এক নতুন অধ্যায় শুরু করেছিলে। আর আরেক নতুন প্রতিভা  অনুপম রায়ের গান যা সারা ভারতে আলোড়ন সৃষ্টি করেছিলো। গর্ব হয়, এর অংশ হতে পেরেছিলাম। কিছু সিনেমা শুধু তৈরি হয় না, বেঁচে থাকে সময়ের সঙ্গে। অটোগ্রাফ তাদেরই একটি। অরুণ চ্যাটার্জী, অটোগ্রাফ।" 

তবে দেব বা জিৎ 'দুই পৃথিবী' নিয়ে এখনও কিছু পোস্ট করেননি। এই মুহূর্তে 'রঘু ডাকাত'-এর দুবাইতে মুক্তির কারণে পরিবারের সঙ্গে সেখানেই সময় কাটাচ্ছেন দেব। অন্যদিকে, জিৎ ভাগ করে নিয়েছেন অনুপম খের-এর সঙ্গে একটি বিশেষ ভিডিও। যেখানে স্বয়ং অনুপম খের জিৎকে বলছেন যে তিনি তাঁর কাজ অত্যন্ত পছন্দ করেন। যার উত্তরে জিৎ বলেন, "আপনি শুধু আমার পছন্দের নন, আমি আপনাকে ভালবাসি।" তবে এই দেব-জিতের অনুরাগীরা 'দুই পৃথিবী'র নানা স্মৃতি সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছেন। অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।