সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের রোম্যান্স বরাবরই সিনেমার মূল স্তম্ভ, তবে সব প্রেমকাহিনি শুরুতেই সমর্থন পায় না। এমনই এক উদাহরণ ‘হাম তুম’। যা পরে সইফ আলি খান ও রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারে মাইলফলক হয়ে ওঠে। কিন্তু ছবির শুরুর সময় প্রযোজক যশ চোপড়া নিজেই এই ছবির উপর বিন্দুমাত্র ভরসা রাখেননি! সেই ঘটনার কথা উল্লেখ করে পরিচালক কুণাল কোহলি জানিয়েছেন, আদিত্য চোপড়া আত্মবিশ্বাসী থাকলেও, যশ চোপড়া 'হাম তুম'-এর গল্প শুনে বলেছিলেন, “এটা তো একেবারে অতি সাধারণ গল্প, এই গল্পের সামনে ‘মুঝসে দোস্তি করোগে’ ছবিটা-ও ‘মুঘল-এ-আজম’-এর সমান!” যশ চোপড়ার আরও মনে হয়েছিল ‘হাম তুম’ এর গল্প কোনও বিরাট ‘লাভ স্টোরি’ নয় বরং একটা সাধারণ ট্র্যাভেল ডায়েরির মতো। ফলে তিনি সিদ্ধান্ত নেন, ছবির বাজেট ৭.৫ কোটি টাকার বেশি রাখবেন না এবং বলেছিলেন, “এই ছবি না চললে আমি আমার নামই এর সঙ্গে যুক্ত করব না, শুধু আদিত্য চোপড়ার নাম যাবে।”
‘হাম তুম’-এর বাজেট সীমিত থাকায় পরিচালককে বিভিন্ন কৌশলে ছবির খরচ কমাতে হয়— বহু কাঁটছাঁট করে ছবিতে ব্যবহৃত অ্যানিমেটেড সিকোয়েন্সের বাজেট ৫০ লাখে নামিয়ে আনেন। খরচ কমাতে আমস্টারডামে শুটিং সারেন, স্রেফ কত শট দিয়ে আর্টিফিশিয়াল লোকেশন ব্যবহার করেন, এমনকী করণ জোহরও তাঁর ‘কল হো না হো’-র ছবির বেশ কিছু অব্যবহৃত নিউ ইয়র্ক ফুটেজ দিয়ে দিয়েছিলেন কুণাল কোহলি-কে।
তবে 'হাম তুম'-এর ছবির ফাইনাল কাট দেখার পরই সব ধারণা বদলে যায় যশ চোপড়ার । আবেগাপ্লুত হয়ে তিনি স্বীকার করেছিলেন, “আমি-ই ভুল ছিলাম, তোমরা ঠিক ছিলে!” যা শুনে কুণাল কোহলির চোখে জল এসে যায়। অবশেষে, যশ চোপড়া এ ছবির সঙ্গে নিজের নাম জুড়ে দেন এবং ‘হাম তুম’ হয়ে ওঠে যশ রাজ ফিল্মস-এর অন্যতম কাল্ট রোম্যান্টিক সিনেমা।
