বলিউডের দুই তারকা শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়া প্রথম একসঙ্গে কাজ করেন ২০০৬ সালের সুপারহিট ছবি ‘ডন’-এ। এরপর ‘ডন ২’-এ তাঁদের জুটি ফের দেখা যায়। এর মাঝে ও’ম শান্তি ওম’, ‘রা.ওয়ান’, ‘বিল্লু’-র মতো একাধিক ছবিতেও প্রিয়াঙ্কাকে দেখা গেছে শাহরুখের পাশে বিশেষ চরিত্রে। 
এদিন, ১৮ জুলাই প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। অভিনেত্রী এখন পাকাপাকিভাবে হলিউডের বাসিন্দা। পপস্টার নিক জোনাসের স্ত্রী। তবে প্রিয়াঙ্কার একটা পুরনো সাক্ষাৎকার সম্প্রতি ফের ভাইরাল নেটপাড়ায়, যেখানে ‘রা.ওয়ান’–এর সেটে ঘটে যাওয়া একটি দুষ্টুমির গল্প শুনিয়েছিলেন প্রিয়াঙ্কা—যা তাঁকে কাঁদিয়ে ছাড়ে!

 

আরও পড়ুন: ‘দ্য ডার্ক নাইট’ খ্যাত সুরকারের সঙ্গে ‘রামায়ণ’-এ কাজ করে আদৌ কি ভাল লেগেছে? রহমানের জবাবে তোলপাড় বলিউড!

 

কী ঘটেছিল সেদিন? এক অনুষ্ঠানে এসে প্রিয়াঙ্কা বলেন, “আমি তখন সবে আমেরিকা থেকে ফিরেছি। ‘রা.ওয়ান’ ছবির জন্য আমাকে একটি গান এবং অ্যাকশন সিকোয়েন্সের জন্য শুট করতে বলা হয়েছিল শাহরুখ খান ও সঞ্জয় দত্তের সঙ্গে। আমার পোশাক ছিল জটিল এবং ঠিকঠাক ফিটিংস করা ছিল না। মনীশ মালহোত্রা মাপ নিয়ে কস্টিউম পাঠালেন অল্টার করতে।”

 

তিনি আরও জানান, “আমি তখন পরিচালক অনুভব সিনহা এবং শাহরুখকে জিজ্ঞেস করলাম, ‘কোনও সমস্যা হবে না তো?’ ওঁরা বললেন, ‘হ্যাঁ হ্যাঁ, তুমি তৈরি হয়ে এস।’ কিন্তু আমি তৈরি হতে হতে প্রায় তিন ঘণ্টা দেরি করে ফেলি। তখন আমি খুবই অপরাধবোধে ভুগছিলাম। বারবার দুঃখপ্রকাশ করি। ওঁরা বলেন, আমাদের কিছু নয়, ‘সঞ্জু স্যরকে গিয়ে দুঃখপ্রকাশ করো।’ কিন্তু আমি তো ওঁকে ভয় পাই! তাও ওঁরা আমায় ঠেলে দিলেন।”

 

তারপরই ঘটে কাণ্ড। প্রিয়াঙ্কা জানান, তিনি সঞ্জয় দত্তের কাছে গিয়ে দুঃখপ্রকাশ করলে সঞ্জয় নাকি রুক্ষ গলায় বলেন, “তুমি কী করছ এত দেরি করে!” সঞ্জয়ের তরফে এরকম ব্যবহারের পাশাপাশি ধমক খেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি!

 

আর তারপরেই ছিল আসল  টুইস্ট — পরে জানা যায়, সবটাই ছিল একটা পরিকল্পিত মজা! কারণ শাহরুখ খান লুকিয়ে লুকিয়ে খানিক দূরে দাঁড়িয়ে দেখছেন পুরো ব্যাপারটা। প্রিয়াঙ্কা বলেন, “শেষমেশ শুটিং ঠিকঠাকভাবেই হয়েছিল। কাউকে নিয়ে রাগ বা মান-অভিমান কিছুই ছিল না। এটা শুধুই একটা মজার ঘটনা ছিল, এখন মনে পড়লে হেসে ফেলি!”

 

উল্লেখ্য, রা.ওয়ান ছবির মূল গল্পে ছিল গেম ডেভেলপার শাহরুখের তৈরি রোবট রা.ওয়ান, যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এবং ভার্চ্যুয়াল দুনিয়া থেকে বাস্তববের মাটিতে এসে তাণ্ডব শুরু করে! শাহরুখ অভিনয় করেন দুটি চরিত্রে— বৈজ্ঞানিক শেখর ও জি.ওয়ান।

 

অন্যদিকে, বলিউডে দীর্ঘদিন ধরেই কানাঘুষো চলেছে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার ‘বিশেষ’ সম্পর্ক নিয়ে। ২০০৬ সালে ‘ডন’-এ প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন তাঁরা, তবে তখন তাঁদের তেমন ঘনিষ্ঠতা চোখে পড়েনি কারওর। এর বছর পাঁচেক পর ২০১১ সালে ‘ডন ২’-এর শুটিং চলাকালীন সেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে বলেও তীব্র গুঞ্জন ওঠে। একাধিক পার্টি, প্রোমোশন ইভেন্ট এবং মিডিয়া অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ও শাহরুখের একসঙ্গে উপস্থিতি, ঘনিষ্ঠ বন্ধুত্ব, এমনকি একে অপরের প্রতি অতিরিক্ত প্রশংসাবাক্য — সবই জল্পনাকে আরও উসকে দিয়েছিল।

 

তবে বলিউডে ‘ক্যাম্প কালচার’ ও তার পলিটিক্সের জেরেই নাকি পরে প্রিয়াঙ্কা খান পরিবারের ঘনিষ্ঠ মহলের কাছ থেকে দূরত্বে চলে যান। এমনকী বলিউডে অন্দরে এও বলা হয়, শাহরুখের স্ত্রী গৌরী খানের অস্বস্তিই ছিল প্রিয়াঙ্কাকে ‘বহিষ্কারের’ কারণ। যদিও এই সম্পর্ক বা গুজব নিয়ে কখনও খোলাখুলি মুখ খোলেননি শাহরুখ বা প্রিয়াঙ্কা কেউই। বরাবরই বিষয়টিকে ‘ বানানো গল্প’ বলে উড়িয়ে দিয়েছেন তাঁরা। তবুও, এই জল্পনা আজও বলিউডের অন্যতম আলোচিত ‘অলিখিত কাহিনি’ হয়ে রয়ে গেছে।