সংবাদসংস্থা মুম্বই: স্বাধীনতা সংগ্রামী বীর সর্বকরের ১৪০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ছবি তৈরি করছেন রাম চরণ। নাম 'দ্য ইন্ডিয়া হাউজ'। এই ছবির মাধ্যমেই প্রযোজনায় আত্মপ্রকাশ করছেন অভিনেতা। তবে এই ছবির শুটিং চলাকালীন ঘটল বড়সড় দুর্ঘটনা ৷
ছবির সেটে আচমকাই জলের ট্যাঙ্ক ফেটে বড় দুর্ঘটনা ঘটে। জলের তোড়ে শুটিং সেট যেন সুনামির আকার ধারণ করে। ভেসে যাওয়ার উপক্রম হয় ক্যামেরা, লাইট ও আরও সরঞ্জামের৷ মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনার জেরে একজন সহকারী ক্যামেরাম্যান এবং আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন।
জানা গিয়েছে, শামশাবাদের কাছে একটি সেটে সমুদ্রের পটভূমিতে শুটিং করার সময় এই দুর্ঘটনা ঘটে ৷ শুটিং চলাকালীন জলের ট্যাঙ্কে হঠাৎই ফাটল ধরে। যার ফলে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, জলের তোড়ে ভেসে যাচ্ছে সমস্ত জিনিস। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছে শামশাবাদ পুলিশ৷ যদিও রামচরণ সেই সময় ছবির সেটে উপস্থিত ছিলেন কি না তা এখনও জানা যায়নি। সেটে আহত ওই ক্রু সদস্যকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার জেরে সাংঘাতিক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এই ছবি। তাই আপাতত শুটিং বন্ধ রাখা হয়েছে বলে খবর৷
